হঠাৎ আমার গৃহবাসে সীমিত আকারে স্বাস্থ্যঝুঁকি;
কেমন হতো আমার সেইদিন--
আত্ম সূত্র দুই প্রতিষ্ঠান তুমুল বাকবিতন্ডায়
আমার জ্ঞাতার্থে-- পৃথক পৃথক বাণী শুনায়
.
আপনি চোখ রাখুন, পড়ুন যথাক্রমে-
.
ক.
"স্বাস্থ্যঝুঁকির এ দায় রাষ্ট্রকে নিতে হবে, নইলে ইদে কঠোর সুস্বাদু খাদ্যসূচিতে নামবো।"- আমরা, বাংলাদেশ লকডাউন হেলথ কেয়ার।
.
খ.
"আপনি চায়নার আবিস্কারের চেয়েও শক্তিশালী। উনি আছেন বলেই আপনার স্বাস্থ্যঝুঁকি নিয়ন্ত্রণ রেখেছি।"- আমরা, বাংলাদেশ স্বাস্থ্যবিধি রিডিং ফোরাম।
.
অতঃপর, সেই থেকে দ্বৈতালয়ের আমি
মত প্রকাশে কারো স্বাধীনতায় বাম হাত দিতে শিখিনি।
0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ