স্বপ্ন যেমন হয় ……………………।।

ছন্নছাড়া ২১ নভেম্বর ২০১৩, বৃহস্পতিবার, ০৪:২১:৫৩অপরাহ্ন গল্প ২১ মন্তব্য

সকাল থেকেই উত্তেজিত , আজ কিছু একটা করে ফেলবে শিমুল , খুব অস্থির অস্থির ভাব কোনটা রেখে কোনটা করবে বুঝতে পারছে না শিমুল। ক্লাস করতে হবে , কাল আবার শিমুলের এক ছাত্রীর পরীক্ষা তাকে পরাতে যেতে হবে । আজ শিমুলের বিশেষ দিন আজ ওর সাথে দেখা হবে আজ ঠিক করেছে শিমুল ওকে কথা টা বোলে দিবে আজ জন্য আজ একটু সেজে-গুজে হবে । শার্ট  পরবে না পাঞ্জাবি পরবে কিছুই বুঝে উটছে না । দাড়ি কামাতে হবে আজ শিমুল পাগল হয়ে যাবে , অবশেষে বাসা থেকে বার হবে শিমুল , গ্রামীণ চেকের একটা পাঞ্জাবি পরে ঘর থেকে বার হোল । শিমুলের বাসার পাশে একটা একটা বহুতলা ভবন নির্মাণ হইতেছিল সেই ভবন থেকে এক বালতি বালি –সিমেন্ট মিশানো জল এসে শিমুলের মাথায় পড়লো । শিমুলের পায়ের রক্ত মাথায় উঠে গেলো কিন্তু ঝগড়া করার মতো সুময় নাই শিমুলের হাতে , শিমুল বাসায় ভিতর আসলো ওর মন খারাপ হয়ে গেলো পাঞ্জাবি টা নষ্ট হয়ে গেলো নিজেকে পরিষ্কার করে এবার কিছু পাইতেছে না পরার জন্য কারন শিমুলের একটাই পাঞ্জাবি ছিল শার্ট ছিল দুই একটা কিন্তু সেগুলা পরার পরিষ্কার ছিল না কি পরবে এখন শিমুল । শিমুল টি-শার্ট পরতে চাইছে না কারন টি-শার্ট আবার ও পছন্দ করে না আজ তো শিমুলের সব প্রস্তুতি ওর জন্য । কোন উপায় না পেয়ে শেষে শিমুলের  টি-শার্ট পরতে হলো  ,   ওর জন্য কিছু ফুল কিনতে হবে  ফুল কিনার জন্য শিমুল শাহাবাগে গেলো কিছু ফুল নিলো । ফুল নেবার সুময় আবার খেয়াল রাখতে হবে জাতে আবার কেউ দেখে না ফেলে , এই এলাকাতে আবার শিমুলের  বন্ধুদের ঘুরাফেরা , ফুল কিনে দোকান থেকে বার হতেই শিমুলের বন্ধু জয়কে দেখতে পায় । শিমুল এই ভয় টাই করতেছিল শিমুল জয়কে না দেখার ভান করে চলে যাবে এমন সময়

জয় ডাকছে …………………… শিমুল অই শিমুল

শিমুল পিছনের দিকে তাকায় না সামনের দিকে হাঁটছে

জয় দৌড়ে এসে শিমুল কে ধরে বলে অই  কথা কস না ক্যান

শিমুল মনে মনে ভাবছে আজ দিন টাই খারাপ এখন ভয় হইতেছে শিমুলের জয় যদি বুঝে ফেলে আজ আমি ফুল কিনেছে সেটা আবার একটা মেয়ের জন্য তাহলে সেটা আজ বন্ধু মহলের গরম খবর হবে শিরোনাম  দিবে ফুল সহ আটক শিমুল ………।।

শিমুল … তুই এখানে কি করিস

জয় … কিছু না খুদা লাগছে চল ভাত খাবো

শিমুল … আমার ও খুদা লাগছে চল খাই

পাবলিক লাইব্রেরীর ক্যান্টিনে কই মাছ দিয়ে ভাত খাওয়া শেষ করলো তখন ঘড়িতে বাজে ২.৩০ । ফোন হাতে নিয়ে দেখে তিন টা এসএমএস দুইবার কল শিমুলের মাথা নষ্ট আজ প্রজন্ম একবার ও শিমুল কখনো ঠিক সময়ে ওর সাথে দেখা করতে যেতে পারে নাই তারপরে আজ একটা বিশেষ দিন

জয় চল একটা জায়গাতে যাবো

শিমুল না আমার কাজ আছে তুই  যা

এমন সময় শুভ সোহাগ সৈকত এসে হাজির

শিমুল আমি যাইরে তুরা থাক

জয় কই যাস তুই

কি বলবে শিমুল ভাবছে ………………।।

আমার পরাতে যেতে হবে আজিমপুর

সোহাগ দোস্ত চল আমার ও একটা কাজ আছে আজিমপুর

এখন কি করবে শিমুল ? শিমুল তুই কোন দিকে যাবি

সোহাগ বিডিয়ার তিন নাম্বার গেটের ওদিকে

শিমুল ও তাহলে যা আমি অন্ন দিকে যাবো

কোন রকমে পাশ কাটিয়ে শিমুল  বাংলা একাডেমীর পুকুর ঘাটে আসে

তখন ৩.২০ বাজে এক ঘণ্টা লেট

নীলা তো শিমুল কে দেখে তেলে বেগুনে জলে উঠেছে

তুমাকে না বলছি টি-শার্ট পরে আসবা না আমার সামনে তুমাকে যে পাঞ্জাবি এর শার্ট কিনে দিয়েছি সেগুলা কোথায় আর এত সময় কোথায় ছিলা ক্লাস করতেও যাও নাই ছিলা কোথায়

শিমুল কি বলবে কিছু বুঝতেছে না ……………।।

তুমাকে আজ এত সুন্দর লাগতেছে ক্যান কাহিনী কি

তুমাকে শুনতে হবে না । ডকছো ক্যান আমাকে তারা তারি বোলো

শিমুল ব্যাগ থেকে ফুল বার করবে ঠিক তখন বালিশের নিচ থেকে ফোনের শব্দে  বাজতে শুরু করলো

শিমুল লাফিয়ে উঠলো ঘুম থেকে

ফোন হাতে নিয়ে দেখে নীলার ফোন

নীলা হ্যালো হ্যালো হ্যালো ………………………………………………………………………………………।।

বাকিটা আসিতেছে

0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ