স্বপ্ন-পথের-ছবি (ম্যাগাজিন)

ছাইরাছ হেলাল ২০ মার্চ ২০১৭, সোমবার, ১১:৩৭:৫১পূর্বাহ্ন গল্প ৩৪ মন্তব্য

অভয়-রাজ্যের রাজপথে বোশেখের রোদ্দুর ঢেকে গেছে বজ্র-বৃষ্টিতে। অকস্মাৎ কড়াৎ শব্দে প্রবল ঠাটা হামলে পড়ল চকচকে থামানো বাসের মগডালে। কানের পর্দা-ছেঁড়া শব্দের মাঝেও ধাতব শব্দ ও আলোর ঝলকানিতে দাউ-দাউ করে জ্বলে উঠল বাসটি। মুহূর্তেই কালো-কুণ্ডলী-মেঘ আকাশে মাথা তুললো, তেলের পোড়া গন্ধ ছাপিয়ে এলো পোড়া টায়ারের তীব্র গন্ধ।

অথবা, কোন-এক মাতাল-নপুংসকের ব্যর্থ-তরবারির প্রচণ্ড আঘাতে যাত্রী-শূন্য বাসটি অগ্নি-দগ্ধ হলো।
পাণ্ডুর-মুখো জনতা-জনার্দন গালে হাত দিয়ে বসে-দাঁড়িয়ে নিরাপদ চৌহদ্দিতে,
ভিড়-গুছিয়ে এলো অগ্নিনির্বাপক দল। জলাকারে দাঁড়িয়ে আছে প্রদর্শনীতে রাখা অরক্ষিত ধাতব কংকাল!!

বাসটির প্রতিটি পোড়া-চাকায় রক্ষিত ছিল অসংখ্য পথ-ছবি,
অজানা-স্বপ্ন-আঁকা-পথের-ছবি।

0 Shares

৩৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ