স্বপ্ন দেখবো বলে

কামরুল ইসলাম ৯ নভেম্বর ২০১৯, শনিবার, ০৬:৫৩:২৩অপরাহ্ন কবিতা ১৯ মন্তব্য

প্রথম যেদিন স্বপ্ন দেখেছিলাম . . .
বাগানে হেঁসে ছিল ফুল . . .
শাখে শাখে গেয়ে ছিল পাখি . . .
রঙিন ডানায় প্রজাপতির ছিল আনা গুনা . . .
স্বপ্নের সোপানে পা রেখেছি বলে . . . . . . . !

তিল তিল করে বেড়ে উঠে . . .
বুকের ভিতর . . .
স্বপ্নের ডালা পালা . . . .
স্বপ্ন কে ছোঁব বলে . . . . . . . !

স্বপ্ন যখন যৌবনা, রুপবতি হয় . . .
সাগরের গভীর থেকে . . .
আঘাতিয়া যায় ক্রমাগত . . .
চোরা বালির ঢেউ . . .
স্বপ্নরা বৈরী হয়েছে বলে . . . . . . . !

ভাঙনের শব্দ শুনি  . .
ঘোলা জলে ভেসে যাই . . .
দূর অজানায় . . .
সময়ের অনুকুলে . . . .
পলিতে গড়া বালু চরে . . .
নতুনের আশায় . . .
স্বপ্ন দেখবো বলে . . . . . . . . !

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ