স্বপ্নের ফেরিওয়ালা

সুপর্ণা ফাল্গুনী ২০ ডিসেম্বর ২০১৯, শুক্রবার, ০৩:০৯:২৩পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৬ মন্তব্য

স্বপ্ন নেবে, স্বপ্ন!! হরেক রকমের মিষ্টি, মজাদার, রসালো, তেতো, টক। লাল, নীল, সবুজ, হলুদ আরো কত রং বেরঙের স্বপ্ন আছে কাঁচের ঐ বয়ামে। সব আলাদা আলাদা করে গুছানো আছে। যার যেটা লাগবে নিয়ে নাও। কারণ ঐ স্বপ্ন গুলো তো আমার নয়;সবার স্বপ্ন আমার কাছে গচ্ছিত রেখেছে-একেক নামে,একেক আকারে,একেক দামে।

 

স্বপ্নেরা খুব সুন্দর করে সেজেগুজে দাঁড়িয়ে আছে নিলামে উঠবে বলে। কি যে খুশী তারা; আহ্লাদে আটখানা, হেসে কুটিকুটি। সমস্ত বাঁধ ভাঙার আওয়াজে চারিদিক টইটুম্বর, হৈ-হূল্লোর; আন্দোলিত আকাশ-বাতাস, সমুদ্রের ঢেউ। স্বপ্নেরা আজ তাদের ঠিকানা পাবে, সঙ্গী পাবে। এতো এতো স্বপ্নের মাঝে থেকেও তারা সবাই ছিল নিঃসঙ্গ,বিবর্ণ, সঙ্গী বিহীন। বন্দীত্বের, দাসত্বের ডামাডোলে তারা হাঁপিয়ে গেছে। যাদের দু'চোখে ঘুমের বসত, ভালোবাসার রঙ ছড়ানো,সুখের পায়রা নৃত্য করে অবিরত স্বপ্নেরা সেখানেই যাবে। সবাই তো সুখ খুঁজে, ভালোবাসা খুঁজে তাহলে স্বপ্নেরা কেন খুঁজবে না? ঘুমবিহীন চোখ, স্বপ্ন ভাঙ্গা হৃদয়ে কেমনে স্বপ্নের আগমন ঘটবে?ওদের ওতো আলাদা আলাদা রঙ, ভিন্ন ভিন্ন চাওয়া-পাওয়া, বিচিত্র আকার নকশা আছে।

 

আমি  স্বপ্নের ফেরিওয়ালা স্বপ্ন ফেরি করি , বিলিয়ে বেড়াই নানান জনে। ফেরিওয়ালাদের কাছে শত শত পন্য থাকে তবুও তারা সেই পন্যের মালিক নয়,দাবিদার নয়; দিনশেষে তারা নিঃস্ব,রিক্ত,অচল এ জগৎ সংসারে। আমার ও শত শত স্বপ্ন আছে কিন্তু স্বপ্ন পূরণের অধিকার, যোগ্যতা নেই। রাতের আঁধারে দু'চোখে স্বপ্নের আগমন ঘটেনা ; নিদ্রাহীন দু'চোখে শ্রাবণের বারিধারা বয়ে চলে অবিরত।

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ