স্বত্বা

ভোরের শিশির ১২ নভেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ১২:১০:২৪অপরাহ্ন কবিতা ৫৮ মন্তব্য

আদতে আত্মহত্যার মধ্যে তেমন কিছুই নেই।
যা আছে তা হল কৃচ্ছসাধন, জীবনের উপর কৃচ্ছসাধন মাত্র!
এর চাইতে ঢের ভাল কোরবানি দেওয়া; ভালবেসে।

মূলত ভালবাসাতেও কিছু নেই।
মূল যা তা হল ভালবাসার নামে শরীরের বিকিকিনি, মন সেখানে আধার মাত্র!
এর চাইতে ঢের উপযোগী হচ্ছে লিখে যাওয়া; মানুষকে নিয়ে।

সর্বোপরি লেখকেরও কোন কৃচ্ছতা নেই।
মোটে দু'টি চোখ; দু'টি কান আর দু"টি হাত দিয়ে উপলব্দি করা!
এ হচ্ছে এক মনে বহুমনগামী স্বত্বার পরিচয়, কিছুতেই তৃপ্ত হয় না।

0 Shares

৫৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ