স্বচ্ছ প্রেমিক

নীরা সাদীয়া ২৩ জানুয়ারি ২০১৭, সোমবার, ০৭:৩৩:২৯অপরাহ্ন কবিতা, সাহিত্য ১৬ মন্তব্য

কিগো মেয়ে
চুপটি করে ঘাপটি মেরে
করছ বসে কি?
পা নাচাচ্ছি।
পথপানে উদাস চোখে
দেখছ চেয়ে কি?
গান রচিছি।
কাহার লাগি? কাহার লাগি?
যাহার তরে রাত্রি জাগি,
যাহার তরে সুর বুনেছি,গাইব আমি গান,
যাহার তরে আকুল চাওয়া,
এই পথে তার আসা যাওয়া,
তার বুকেতে রাখব মাথা
কইব প্রাণের যত কথা।
শার্টের ভাঁজে বুকের মাঝে
সুবাসিত কেশ আমার
ছড়াবে যে ঘ্রাণ!
.
তাই নাকি গো? হাসি পেল!
কেন? কেন?
বোকা মেয়ে গান রচিয়ে
হবে বল কি?
কোথায় পাবে সুরের বাঁশি,
আকুল করা প্রণয় হাসি?
কোথায় পাবে একটি বুকে একজনেরই ঘ্রাণ?
কোথায় আছে স্বচ্ছ প্রেমিক
একটি দেহে একটি কেবল প্রাণ?

.
২০১৭ তে এটাই প্রথম কবিতা পোস্ট করলাম।
নীরা সাদীয়া
২০.০১.১৭ তারিখে লিখা।

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ