সুদের টাকায় ভোজন

জাহাঙ্গীর আলম অপূর্ব ১২ জুলাই ২০২১, সোমবার, ০৮:১০:১৪পূর্বাহ্ন কবিতা ১০ মন্তব্য
  1. ৬+৬+৬+২

    সুদের টাকায় ভোজন রে ভাই
    সুদের টাকায় বাড়ি
    সুদের টাকায় বিশাল বিশাল
    কিনছো অনেক গাড়ি।
    সুদের টাকায় ভোজন তোমার
    মুখে চমৎকার বুলি,
    সাধুর পোশাকে সাধু সেজে ভাই
    দিনেই ছাড়ায় ধুলি।
    কোনটি সঠিক কোনটি বেঠিক
    বোঝার সময় নাই
    পাপে পাপে নষ্ট জীবন
    শুধুই টাকায় চাই।
    সুদের টাকায় মন ভরা যার
    সুদের টাকায় সব
    কথায় কথায় অনায়াসে বলে
    বিধাতা আমার রব।
    গরিব লোকেরে টাকা ধার দিয়ে
    ভাই নেয় সুদ চড়া,
    পাপে পাপে ভরে গেছে রে লিখিল
    এই না রে ভাই ধরা।
    রচনাকালঃ
    ১১/০৭/২০২১

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ