সাম্যের কথা

জাহাঙ্গীর আলম অপূর্ব ৩০ জুন ২০২১, বুধবার, ০৯:২৮:১২পূর্বাহ্ন ছড়া ৬ মন্তব্য

৫+৫/৫+২ মাত্রা বৃত্ত

  1. মেথর মুচি নয় অশুচি
  2. বান্দা তাঁরি সব,
  3. মানবসেবা অমূল্য ধন
  4. সবার তিনি রব।
  5. তাঁরই কাছে যে দামি নয়
  6. বংশ মান সব
  7. ধরাতে সব সৃষ্টি তার
  8. তিনি হলেন রব।
  9. নিচু কর্ম করলে ভাই
  10. নর কি ছোটো হয়
  11. প্রভুর কাছে সবে সমান
  12. পর তো কেউ নয়।
  13. ধরার সবে কর্মে মাপে
  14. নরের ওই ভার
  15. তাদের মতো নিচু মানুষ
  16. নেই তো কভু আর।
  17. নিচু মনের মানুষ সব
  18. নিচু কথা কয়,
  19. তাদের কাছে মেথর মুচি
  20. মানুষ বুঝি  নয়।
রচনাকালঃ
২৯/০৬/২০২১

 

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ