সম্মুখে

ভোরের শিশির ২৮ জানুয়ারি ২০১৪, মঙ্গলবার, ১২:০৬:৫৭পূর্বাহ্ন বিবিধ ২০ মন্তব্য

সবচাইতে তুখোড় ছেলেটিও মজে যায় মদের বোতলে,
দেবদাস যেমন মজেছিলো চন্দ্রমুখীর আঁচলে,
সবচাইতে সহজ বালক্টিও ক্ষুর হাতে নেমে যায় খুনের দায়ে
ক্ষুদিরাম যেমন এসেছিলো বিপ্লবের ডাকে,
এমনি হয়...সূর্য ডুবলেই মানুষ আদিতে নিজেকে খুঁজে পায়।

কেনো এমন হয়?
প্রতিটি ভালো মানুষের মুখে থাকে আপন স্বার্থের ছায়া
প্রতিটি সরল মন খুঁজতে থাকে বারেবারে ঠকে যাওয়ার আশা!
কেনো এমন হয়!

এক থেকে লাখো যাকে করে অনুসরণ
তারই চোখে ভেসে ওঠে অহংকার আর আমিত্বের অনুরণ,

এমনি বোধহয় হয়,
এক হতে একান্তরে,
সব সময় লোকান্তরে...

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ