সমুদ্রে ‘প্রবেশ নিষেধ’

ছাইরাছ হেলাল ২৪ জানুয়ারি ২০১৬, রবিবার, ০৭:২৭:০৮অপরাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য

ভেজা বালিয়াড়িতে থমকে দাঁড়িয়েছি, হেঁটে যাচ্ছিনা কোন ক্রমাগত উপচে পড়া দিকভ্রান্ত শূন্যতার দিকে,
সামনে ঝুলে আছে উন্মুখ বক্ষে সেলাইয়ের ফোঁড়ে-ফোঁড়ে ব্যক্তিগত সংগ্রহের মত ‘প্রবেশ নিষেধ’ এর বেড়াজাল,
নখের ডগায় কত আর বালি তোলা যায়?
বড়জোর এক মুঠো বা তার চেয়ে সামান্য একটু বেশি!

তার থেকে এই তো অনেক ভাল, চিকচিক সকালের রৌদ্র রঙে হেঁটে হেঁটে ফেরা,
লঘু পায়ে নির্জনতার তটে সন্ধ্যা মন্দিরে বৈষ্ণব হেঁটে যাওয়া,
ভেতরে নিঃশব্দ নিঃশ্বাস পাতা ঝরায় নিস্তব্ধতার মায়াজালে,
হেঁটে হেঁটেই যাই, হুটোপুটির জলে ভেজা নিশীথিনী সমুদ্রে ছপ ছপ পা ফেলে,
অপ্রকাশিত ছিন্নভিন্ন শ্বাসপ্রশ্বাস গেঁথে গেঁথে নিষ্ফল রম্য ভ্রমণ পিপাসায়।

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ