গতকাল থেকে যে ভিডিও নিয়ে তোলপাড় চলছে। সে অফিসারের জন্য খারাপ লাগছে। এ ডিপার্টমেন্টে যোশএ এসে কিছু করতে নেই।
ঢাকার এসি আকরাম এর কথা পুলিশ ডিপার্টমেন্টের অনেকেই হয়তো ভুলে গেছে। এসপি বাবুল। তাকেও ভুলে গেছে সবাই। পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা কাউকে এ্যারেস্ট করার হুকুম দেয়। এটা কাগজে কলম এবং পুলিশের কাজের একটা প্রক্রিয়ার মধ্যেই পড়ে। এটা আইন।
আর এ প্রক্রিয়ায় মাঠপর্যায়ের একজন অফিসার যখন কোনো আসামীকে এ্যারেস্ট করতে যায় আসামিরা এমন এমন আচরন করে তা সাধারণ পাবলিকও কিছুটা জানে। তারা অনেকে খাটের ড্রয়ার, আলমারি, বাক্স এর মধ্যে লুকিয়ে পড়ে। দম বন্ধ হয়ে মারাও যায় অথবা তার শ্বাসকষ্ট শুরু হয়। আবার অনেকে প্রচন্ড ধস্তাধস্তি করে এতে তারা দেয়ালে বা কোনো পুলের সাথে গুতা খেয়ে মারাও যায়। এসি আকরামের সাথেও এরকম ঘটনা ঘটেছিলো। উনি যে আসামীকে এ্যারেস্ট করার হুকুম দেন সে আসামীও ধস্তাধস্তির এক পর্যায়ে পুলের সাথে মাথায় প্রচন্ড বাড়ি খেয়ে মারা যায়। আর এতে হুকুমের আসামী হিসেবে এসি আকরামের মতো একজন সৎ ও নিষ্ঠাবান অফিসারের যাবজ্জীবন কারাদন্ড হয়। তার মতো একজন সৎ অফিসারের সারাজীবন জেলে কেটে যাচ্ছে। কিন্তু আইন কি বলে হুকুমের আসামী হিসেবে তার এরকম কঠিন সাজা হবে?
একটা দাগী আসামী খুনের আসামী বোমা বিস্ফোরণ কারী জামিন নিয়ে খালাস পেয়ে আবারো অপরাধ করে বেড়াচ্ছে অথচ এসি আকরামের মতো সৎ নিষ্ঠাবান অফিসার জেলে পঁচে মরতেছে। এটা বৈষম্য। চরমতম বৈষম্য। কোর্টে কোনো কালো পোশাকধারী পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে তার যেনো সিনা চওড়া হয়ে যায় কয়েকগুন। একে হয় মৃত্যুদন্ড নতুবা যাবজ্জীবন দিতেই হবে। এ কালো পোশাকধারী লোকটি নিজেই তখন বাদী হয়ে প্রাণপন দিয়ে মামলাটি চালিয়ে যায়।

যারা অপরাধী তারা কখনো অকপটে স্বীকার করবে না, যে সে অপরাধ করেছে। কোনো অফিসার তাকে পোলাও বিরানী খাওয়ায়ে ও স্বীকার করাতে পারবে না তার অপরাধ। যখন স্পস্ট হয়ে কোনো অপরাধীর অপরাধ জনসম্মুখে চলে আসে তখন সাধারণ মানুষ সেই আসামীটাকে কতো কতো শাস্তি দিতে হবে এটার একটি লিস্ট ধরিয়ে দেয়। আমার হাসি পায় এটা দেখে। কিন্তু একবার ভাবুন, যে সব অপরাধ সবার আড়ালে হয় আর সে আসামীকে পুলিশের কি করতে ইচ্ছে করে?
তড়িৎকর্মা একটা শব্দ আছে। কখনো কখনো মনে হয় এ শব্দটা পুলিশের চাকরিতে মানায় না।

ভালোমন্দ সব মিলায়ে মানুষ নামের প্রাণীটি। পুলিশও অবশ্যই তাই। একশোভাগ বলে কিছু নেই। তাই সবাই ভালো তাও যেমন সঠিক নয় আবার সবাই খারাপ তাও ঠিক নয়।

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ