সবুজ কাঠ

বন্যা লিপি ৮ জানুয়ারি ২০১৯, মঙ্গলবার, ১০:৪৯:১০পূর্বাহ্ন কবিতা ১০ মন্তব্য

চারকোনে আলোহীন মৃতকাঠের চার দেয়াল
সুরক্ষিত সুচারু শব্দের তীব্র আওয়াজে নিশ্চল মৃতকাষ্ঠ!
আলো খেলা করে চার দেয়ালের বাইরে, খেলা করে মৌসুমী বাতাস।
দৃষ্টি সীমিত বলয়ে আঁধারে'র কথোপকথন
নিষেধ মানে, মেনে চলে দিবানিশি।
কি দিন!
কি রাত!!
সমান্তরাল যেন রেল লাইন--------।

চারকোনা চৌকো চারদেয়ালের কাব্যে ভ্রুক্ষেপ নেই,নেই আক্ষেপ!
উড়ছে উড়ুক,ভাসছে ভাসুক!
কথার উপর শুধুই কথা।।
ধার করা শব্দের ছড়ানো খই মুড়ি জড়ো করতে,
হাড়ি বাসনের বাড় বাড়ন্তপনা, লাগে ঠোকাঠুকি।

মৃত কাঠের বাক্সে।
চারকোনা আলোহীন কাঠের চার দেয়াল
সবুজ গাত্রে লৌহ পেরেক
নিশ্চল মৃত কাষ্ঠ।।

এলোমেলো খই মুড়ি জড়ো করার ঘটি বাটির টানাপোড়েন।
ছড়িয়েই থাক তবে সুরক্ষিত, সুচারু শব্দের তীব্র আওয়াজ।।

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ