আজ বন্ধু দিবস । এই দিবসে আমার সমস্ত বন্ধু , সোনেলার সমস্ত ব্লগার, পাঠক, শুভাকাংখি এবং ব্লগটিমের সবাইকে আওন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যেন সবাই বন্ধু হয়ে থাকি সবার। জয়তু বন্ধুতা (3

বন্ধু দিবসে আমার প্রিয় কিছু গানের লিংক নিয়ে এসেছি আপনাদের সামনে।
প্রিয় গানের শুরুতেই চন্দ্রবিন্দুর বন্ধু তোমার গানটি শুনুন।

ছেড়া ঘুড়ি রঙিন বল
এইটুকুই সম্বল
আর ছিলো রোদ্দুরে পাওয়া বিকেলবেলা
বাজে বকা রাত্রি দিন
এসটিরিক্স টিনটিন
এলোমেলো কথা উড়ে যেতো হাসির ঠেলায়
সে হাসি ছুটে যেতো গোধুলী মিছিলে
সবার অলক্ষেতে তুমিও কি ছিলে
হাওয়ায় হাওয়ায়
হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেলবেলায়
আরেকবার যদি তোমাদের দলে নাও খেলায় ।।

গল্পের মতো ইশকুল বাড়ী
জমে ওঠা ক্ষত খেলবো না আড়ি
সে খেলা কানা গলি রোদ চুপিসারে
এবং আগুন ছিলো লাস্ট কাউন্টারে
হাওয়ায় হাওয়ায়
হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেলবেলায়
আরেকবার যদি তোমাদের দলে নাও খেলায় ।।

বইমেলা গুলো গার্গি শ্রেয়শী
চেনা মুখগুলো পরিচিত হাসি
সে হাসি রোদ ঝিকিমিকি কার্নিশে
সাহসী চুম্বন আজো পারেনি সে
হাওয়ায় হাওয়ায়
হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেলবেলায়
আরেকবার যদি তোমাদের দলে নাও খেলায় ।।

ছেড়াছবি স্ফটিক জল
এইটুকুই সম্বল
বাদবাকী রোদ চলে যাওয়া বিকেল বেলায়
একঘেয়ে ক্লান্ত দিন
টানকুস এসপিরিন
যানজটে দেরী হয়ে গেল এ কালবেলা
মরা মাছের চোখ যায় যতদূরে
শুকানো জলছবি আজো রোদ্দুরে
হাওয়ায় হাওয়ায়
হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেলবেলায়
আরেকবার যদি তোমাদের দলে নাও খেলায় ।।

* যেদিন বন্ধু চলে যাবো ..... মনে রেখো শুধু একজনই ছিলো ...... ভালোবাসতো শুধুই তোমাদের ।
জেমসের এই গানটি আমার অত্যন্ত প্রিয়

* বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও ....... হেমন্তের এই গান ভাবায় আমাকে খুব

* বন্ধু তোমার চোখের মাঝে চিন্তা খেলা করে ........ কৃষ্ণকলির এই গানটি কার ভালো লাগেনা ?

* এক হারিয়ে যাওয়া বন্ধুর সাথে সকাল বিকেল বেলা ........... শায়ন এর এই অসাধারন গানটি ভালো লাগবে সবার আশাকরি

* আরে আইল না ...... আমার বন্ধু কেনো আইল না ...... ইন্ডিয়ান ওসেন এর ভিন্ন ধরনের এই গানটিও ভালো লাগবে আপনাদের

* একলা ঘড় ধুলো জমা গিটার ...... বন্ধু তোকে মিস করছি  ভীষণ.......পার্থর গান

* কেনো পিরিতি বারাইলারে বন্ধু ........... হাবিবের কন্ঠে শাহ আবদুল করিমের গান

বন্ধুকে নিয়ে এত বেশী গান যে কোনটা রেখে কোনটা দেই হিসেব করা যায়না। কমেন্টে কেউ যদি প্রিয় গান লিখে দেন, তবে তা পোষ্টে এনে দেবো।

ব্লগার্স চয়েজ:
শুন্য শুন্যালয় আপুর পছন্দের দুটো গান -
যত দূরে দূরে যাবে বন্ধু, একই যন্ত্রণা পাবে… কবির সুমনের গাওয়া গানটি আপনাকে এক ভিন্ন জগতে নিয়ে যাবে

হঠাৎ রাস্তায় আপিস অঞ্চলে হারিয়ে যাওয়া মুখ চমকে দিয়ে বলে, বন্ধু কি খবর বল, কতদিন দেখা হয়নি….. সুমনের এই চমৎকার গানটিও ভালো লাগবে সবার 

শিপু ভাই এর পছন্দের গান -
* তুই যদি আমার হৈতিরে ও বন্ধু -
একাত্তরের প্রজন্ম ভাইয়ার পছন্দের গান। এই গানটি না দিলে উনি নাকি আমার পোষ্টে কমেন্ট দিবেননা বলে হুমকি দিয়েছেন 🙂
0 Shares

৬১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ