সত্য সুন্দর

তৌহিদুল ইসলাম ৫ এপ্রিল ২০২১, সোমবার, ১১:৫৮:৫৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য

সারা পৃথিবীতেই লড়াই চলছে। এই লড়াইটা কিন্তু বিভিন্ন ধর্মের মধ্যে নয়, এই লড়াই দুটো মতবাদের মধ্যে— ধর্মনিরপেক্ষতা এবং মৌলবাদ।

লড়াইটা বিজ্ঞানমনস্কতা আর ধর্মান্ধতার মধ্যে, যুক্তিবাদিতা আর কুসংস্কারের মধ্যে, জ্ঞান আর অজ্ঞানতার মধ্যে, সচেতনতা আর অচেতনতার মধ্যে, স্বাধীনতা আর পরাধীনতার মধ্যে।

বুদ্ধিবৃত্তিক মানুষ হিসেবে আমাদেরকেই বেছে নিতে হবে সত্য, ন্যায়কে। পরিত্যাগ করতে হবে অন্যায় এবং মিথ্যেকে। এটাই নিজের অধিকার, এটাই বাকস্বাধীনতা।

বাকস্বাধীনতার এই শর্তটি আজকাল অনেকেই জানেন। জানলেও কিছু কিছু ধর্মীয় মৌলবাদী-সন্ত্রাসী শর্তটি মোটেও মানতে চান না।

১৪শত বছর আগে যার হাত ধরে ইসলাম পৃথিবীতে এসেছে তিনি ন্যায়ের পথে থেকেছেন, সহিষ্ণুতা শিখিয়েছেন, দেখিয়েছেন নম্রতা। তাঁর সময়েও ইসলামের কোন দল ছিলোনা। কেয়ামত পর্যন্ত আল্লাহ্‌ ইসলামকে রক্ষার দায়িত্ব নিজেই নিয়েছেন।

দলীয়করণ করে যে ইসলামকে মানুষের মাঝে ছড়িয়ে দিতে হয় এই ইসলাম অসহিষ্ণু হবে এটাই স্বাভাবিক। শান্তি খুঁজে পায় তারাই যারা একান্তকায়মনে আল্লাহ ও তার রাসুলকে অনুসরণ করেছে।

এর জন্য বাকস্বাধীনতা শেখার দরকার হয়না। পৃথিবীর প্রত্যেক মানুষের অধিকার আছে ধর্মকে মানা বা না মানার। এটাই প্রকৃত ইসলামের বাণী। জোর করে কাউকে ধার্মিক বানানো যায়না।

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ