শুভেচ্ছা সকল মা কে

ব্লগ সঞ্চালক ১০ মে ২০১৫, রবিবার, ০২:১৭:৫০অপরাহ্ন সমসাময়িক ১৪ মন্তব্য

ma1
"মা"... কেমন হয় 'মা'এর রূপ? কেমনই বা শুনতে হয় মা ডাক? "Mother's day" তে যখন শপিং সেন্টারে রাশি রাশি মা এর জন্য উপহার সেজে থাকে, তখন কোথাও হয়তো কোন এক নারী ছুটে বেড়ায় ক্লিনিক থেকে ক্লিনিক একটি বার মা ডাক শোনার পিপাসায়। যে তার গর্ভে সন্তান ধারন করেনি, পরিবার, সমাজে যার দিকে অঙ্গুলী তাক করা থাকে প্রতি পদক্ষেপে, সে মা নয়। প্রত্যেক শিশুর মুখে যে তার সন্তানের আদল খোঁজে, সে মা নয়। কি উপহাস!!!
যে মাতৃত্ব নারীর জন্য গর্বের, সেই মাতৃত্বই নারীর জন্য অভিশাপ হয়ে আসে কখনো কখনো। পরিপূর্ন ভালোবাসার খেসারত নারীকেই দিতে হয়। কতো নারী চোখের পানি মুছে ফুলের কলির মত ভ্রূণ টিকে বিসর্জন দিয়ে আসে, আর সারাটি জীবন সন্তান হত্যার পাপ মনে বয়ে বেড়ায়। অপরাধবোধে ভোগা সেই অসহায় মা'দেরকে আমার শ্রদ্ধা।
হাজারো কস্টে লালন করা কোন শিশু যখন প্রতিবন্ধি হয়ে জন্ম নেয়, সে কস্টের তীব্রতা সহ্য করা একজন মা ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয়। সমাজের শত বিদ্রুপে দিনে দিনে বেড়ে ওঠা মানসিক যন্ত্রণায় দিশেহারা মা সন্তানের ভবিষ্যৎ অনির্দিষ্টতায় নিজেকেই ভুলে যেতে বসে।
বিশ্ব মা দিবসে আজ সকল ভাগ্যাহত মা'কে সোনেলার পক্ষ হতে শুভেচ্ছা।
শুভেচ্ছা সকল মা কে, এই সুন্দর পৃথিবীর সকল আলো যার কোল জুড়ে।

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ