শীত, এসো এবার

ছাইরাছ হেলাল ১৭ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার, ১১:৩২:০২পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৮ মন্তব্য

 

বিথীপথে দাঁড়িয়ে আছি নির্নিমেষ চোখে,
ধোঁয়াশা/ধোঁয়াটে নগরীর আ-তীব্র কোলাহল
আর ঝলমল আলোর রঙিন প্লাবন এড়িয়ে।

সবুজের কোটর হতে চুপে টুপ করে কুয়াশা মেখে
জবুথুবু হিম হিম শীত বের হয়ে আসবে গুটি গুটি পায়ে;

তৃপ্ত-অতৃপ্তির দোটানায় তৃষ্ণা জাগানিয়া ঠোঁট চেপে /লুকিয়ে রেখে
কল্পনাতীত স্পর্শেন্দ্রিয়প্রিয়সুখতায় ব্যাকুল হয়ে হয়ে
ধাঁধাঁ হীন সিক্ত-বাঁধনে টেনে নেবে অন্তরঙ্গ বিমুগ্ধতায়
কল্পনাতীত রূপ নিভৃততায়।

পূর্ব-পশ্চিম সকাল-বিকেলের শাখা-প্রশাখার
খরস্রোত হিসেবের ঊর্ধ্বে উঠে, হলুদ-সোনালী
ফসলের গাঁ ছুঁয়ে-ছুঁয়ে, শীত এসো এবার,
‘সহে না যাতনা’ মিইয়ে যাওয়ার আগেই।

তুলে রাখা তোমার উনুনে ভাতের গন্ধ পাচ্ছি!

ছবি.........নেট থেকে!

0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ