শীতের নদী

ছাইরাছ হেলাল ২২ ডিসেম্বর ২০১৯, রবিবার, ০২:৪৯:০১পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩৮ মন্তব্য

 

ভেবে রেখেছিলাম
সাঁতরে পেরুবো শীত-নদী, ডুব সাঁতারে,
বৃথা গেল সে-সব-ভাবনা, নিমিষে;

রাত-ভোরের শীত-নদী উপছে-পড়ে ডাকেনি;
এই দুপুরের মিষ্টি রোদে পিঠ এলিয়ে ভাবি,
ঠিক উৎরে যাব এবার, বিষণ্ণ-প্রাণের গহীন-নদী;

না-পূরনের এই জীবনে শীত –নদী
নদীতে-ই ভেসে-ভেসে গেল, অলংকারের স্ফটিক চোখে,
বেজোড় জীবনের তপ্ত রোদে গা মেলে
জোড়া-শালিক-শিসের উজ্জ্বল উষ্ণতার খুনসুটি
আর আসে না ভেসে এই শীত-শীত-ভোরে;

তাসকিন (ক্রিকেটার) বলে……
‘জীবনে আবেগের খাওয়া নেই’;
শীতে শীতে বেঁচে-বর্তে আছি, পর্বতবাসী হয়ে,
অচ্ছিন্ন নৈসর্গিকতায়, এইতো বেশ আছি, এইতো ঢের;
রূঢ় নীরব-নিঃশ্বাসে, কাচে আঁকা উষ্ণতার অপেক্ষা,
বিশ্বস্ত রক্ত-ধমনীর।

ছবি.........অবশ্যই নেটের।

0 Shares

৩৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ