শীতার্ত স্বপ্ন

প্রদীপ চক্রবর্তী ২৮ মে ২০১৯, মঙ্গলবার, ১০:১১:৩২অপরাহ্ন কবিতা ১৯ মন্তব্য

বিভোর শীতঘুমে দেখেছিলাম কাঞ্চনজঙ্ঘা পাদদেশ,
তুষারশুভ্র পাহাড়ের চূড়ায় সুবর্ণ রোদের রেশ।

সুপ্ত আলোর স্পর্শ রেখায় নেই তার প্রতিদান,
এ যেন প্রকৃতি কন্যার সম্প্রদান।

অমৃতসম মোহনীয় স্নিগ্ধ স্পর্শ মনোলোভা,
চোখের জলে ভাসছে তাহা আদ্র উষ্ণতা।

অজস্র বিটপীর রন্ধ্রে জমেছে সেথায় কুয়াশা,
সুবর্ণ রোদের আমেজে বইছে পাহাড়সম ভালোবাসা।

মেঘের মাঝে সবুজে ঘেরা নীলাক্ত প্রেম,
ঠোঁটের গাঁয়ে ঘেঁষা পাহাড়সম হেম।

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ