শিশিরের আয়না

ছাইরাছ হেলাল ১৬ নভেম্বর ২০২০, সোমবার, ১০:২০:১২পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য

 

বিস্তারী সূর্য শীতের শীতার্ত হাত ধরে ঝুঁকে আছে,
কুয়াশা-সকালে সাথে গা ঘেঁষাঘেঁষি করে,
তপ্ততায় পুড়ে যাওয়া সুখ-দুঃখের ভস্ম নিয়ে
ছুটে চলা আশ্চর্যের এক স্বপ্ন জীবন।

নিত্যতার প্রগাঢ় অনুভবী অনুভবে শীতের বিমুগ্ধ নিস্তব্ধতার
অম্লান হাসি, রসস্রোতী চিত্রময়তা শুধুই অনুভবে রঙ্গিন।

নৈশ বস্ত্র খুলে রেখে নিশি-পাহারার চটুল চাঞ্চল্যে
লক্ষ হীন লেখা/ভাবনাগুলো অবসাদ বাড়াবে
দপ করে নিভে শুধুই বিভীষিকা হয়ে।

কালি ছোঁয়া চোখের রেখার কোনে কোনে জন্ম নেবে
ঝরে পড়া শোক বিন্দু,
এলো এলো সময়ে দূর-নিকটের সকাল-শিশিরের আয়নায়
জন্ম নেবে ঋণ শোধের সবুজ-বর্ণমালা।

তবুও
সুবে সাদেকের নিঝুম ভোরে, ঘাসের তীর্থে
নেমে আসে শিশির-ফোঁটা, গুনগুন করা কবিতার মত,
স্তব্ধতার কোল ঘেঁষে গভীর অনুরাগে;

ছবি নেটের।

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ