শিরোনামহীন পদ্য

মনির হোসেন মমি ২৮ মে ২০১৫, বৃহস্পতিবার, ০৭:৫০:০০অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ২৬ মন্তব্য

2015-05-26_09-10-56-729ঝগড়া সৃষ্টিতে ওস্তাদ সবাই
থামাতে পারেন না কেহ,
যিনি পারেন তিনিই মানুষ
আর সব যেন রঙ্গীন ফানুস।

অতি সহজে যে কেউ যাকে তাকে
মৃত্যুপুরিতে ফেলতে পারেন
কেউ কাউকে ফের জীবিত
করতে পারেন না,
তাই প্রতি দমে দমে জপো
স্রষ্টাকে।

মুসলিম হিন্দু বৌদ্ধ খৃষ্টান
সকলের শরিরের রক্তের রং লাল
পৃথিবীতে যত বেশী সংঘর্ষ ঘটে তা
ধর্মের কারনে,
ধর্মান্ধ মূর্খরা বাধায়
অজ্ঞ,জানবে কি
মৃত্যুর পর সকল ধর্ম
এক হয়ে যায়,
সামাজিকরন রীতির তরে
কেউ কবর বাসী,
কেউ শ্মশানে
কেউ বা গির্জায়
চির স্থায়ী যায়।

পৃথিবীর বাহাদুরীতে তুমি
আমি চ্যাম্পিয়ান
যৌবনে পাহাড়কে করি ভেঙ্গে চুড়ে
সমান,
ইচ্ছে মতো সময়কে করি অবহেলা
শেষ প্রহরে হায়! হায়!
তুমি আমি চড়ছি এ কোন অসার ভেলায়।

শুভ্রতার পরশে নিজেকে করি ধন্য
যেন সৎ কর্মে বুঝাতে পারি,
পৃথিবীতে,
মানব জাতিই অনন্য।

মৃত্যুর পর সকল ধর্ম
এক হয়ে যায়,
সামাজিক রীতির তরে
কেউ কবর বাসী,
কেউ শ্মশানে
কেউ বা গির্জায় চিরস্থায়ী যায়।

দিন আগে না রাত্রী আগে
ভোরের বাতায়নে নিজেকে
সতেজ লাগে,
হিমায়িত পরিবেশে বরফি পৃথিবীকে
জাগাতে,
সূর্য্যের আর্বিভাব ঘটে।

হেন করেঙ্গা তেন করেঙ্গা
আসল কাজে নেহি থাকেঙ্গা
উপদেশ আছে ভূরি ভূরি
সময়ে,
দায়ীত্ব গ্রহনে অবহেলা করি।

মা বাবা ভাই বোন
সংসারে,
আছে গোটা দশ জন
সবারই এক রা'
অন্ন বস্ত্র দিয়ে যা
হালাম হারাম কি বুঝি না
তোমার পাপের বোঝা
পরকালে,
আমরা কিছুই নিবো না।

স্বপ্ন দেখতে কে না
ভালবাসে,
নস্বর এ জীবন স্বপ্নের মাঝেই
বেচে থাকে,
কেউ স্বপ্ন দেখেন রাত দুপুরে
ঘুমিয়ে,
কেউ বা দেখেন জেগে জেগে
সব স্বপ্নের হয় না ফলন
জীবনে,
আরেকটি স্বপ্ন ফলনের আশায়
মানব জীবন দাপিয়ে বেড়ায়
আ-মরনে

ছবি:মমি

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ