শাঁকচুন্নি

আদিব আদ্‌নান ২৭ জুলাই ২০১৩, শনিবার, ১১:০৭:৩৮অপরাহ্ন বিবিধ ১৮ মন্তব্য

আমি একবার এক সুবিশাল শাঁখচুন্নি ভুতের প্রেমে পড়েছিলাম । সে যদিও কুটি কুটি বছর আগের কথা ।
হতে পারে প্রেমে সে-ই পড়েছিল , কে যে কার উপর কখন কোথায় কীভাবে পড়েছিল সেটি গবেষণার বিষয় হলেও পড়া-পড়ি একটুখানি হয়েছি তা কিন্তু নির্ঘাত সত্য ।

আমায় বলেছিল .........
তেপান্তরের মাঠ পেরিয়ে গহীন বনের কুহক এড়িয়ে ডুব সাতার দিয়ে লাল শাপলা তুলে দেবে ।
আমাকে নিজ হাতে বানিয়ে তাল পিঠে খেতে দেবে ।
হাওড় পাড়ে শাহ আবদুল করিমের বাড়ী দেখতে নিয়ে যাবে ।
নিয়ে যাবে নড়াইলে এস এম সুলতানের কাছে ।
উঁচু গাছে চড়ে বাবুইয়ের বাসা বানানো দেখাবে ।

একবার কাঁধে তুলে হিমালয় দেখতেও নিয়ে গিয়েছিল । এভারেস্টের চূড়োয় দাঁড়িয়ে নীল আকাশ ছুঁয়ে নীচে সবুজের প্রান্তর দেখিয়েছিল ।
আরশোলার ডানায় চেপে উড়ে বেড়িয়েছি তাজমহলের চারিধার ঘেঁষে ।
শাঁকচুন্নিটিকে বড় তাল গাছের ক্র্যাচে ভর দিয়ে হাটতে দেখছি , পায়ে ব্যাথা পেয়েছে বলে ।

বলেছিল , হুতোম প্যাঁচার জ্বল জ্বলে চোখ তুলে মালা গেঁথে দেবে ।

এক চৈত্র সংক্রান্তিতে আমায় মেলায় নিয়ে ময়রার দোকানে মুখে মিষ্টি পুরে দিয়ে বলেছিল “একটু বস সোনা , আসছি এখনই ”

শাঁখচুন্নি তুমি সত্যিই পেত্নী ।
খোলা চোখে শুধুই ঘুম ।

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ