শব্দ সংকট

খাদিজাতুল কুবরা ৯ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার, ০১:৪৯:০৩পূর্বাহ্ন কবিতা ৭ মন্তব্য

আমার সাথে তোমার আর দেখা হবেনা,

তোমার সাথে আমার হবে কালেভদ্রে কবিতার খসড়ায়,

চৌরাস্তার মোড়ে ট্রাপিক সিগন্যালে,চোখে চোখ পড়তেই চোখ ফিরিয়ে নেবে।

ট্রাফিক ও তড়িঘড়ি করে সিগন্যাল ছেড়ে দিবে।

কেননা সে-ও একদিন এ পথের পথিক ছিল বলে!

সেও খুব ভালোবেসেছিল কলমিফুলকে?

চলকে উঠে ভেসে গেছে যে কালের স্রোতে!

ট্রাফিক সাহেব পোড়ে রাস্তার মোড়ে,

আমি পুড়ি পথে পথে হোঁচট খেয়ে নুড়ি পাথরে, তুমি পোড় চিলেকোঠার শৌখিন কুটিরে!

ভালোবাসা গচ্ছিত এখন  মিউজিয়ামে।

ভালোবেসেছিলে একদা, সে তোমার অনেক দয়া!

আমি ভুলিনি সেসব,স্মৃতির করোটিতে নিঃশব্দে শুয়ে আছে আদুরে শব্দের শব!

আমি কৃতঘ্ন পামর নই, আছে সবই মনে,

প্রাণে বাঁচিয়ে ছিলে ক্রান্তিলগ্নে!

তাই পুত্রশোক লুকিয়ে সেজেছি রাধিকা গোলাপ বাগে!

কৃষ্ণের ঠোঁটে  বাঁশি বাজেনি, চাঁদ উঠেনি আকাশে!

সেদিন ছিল ঘোর অমাবস্যা!

লাল, নীল ও গোলাপি শাড়িগুলো অন্ধকারে ঢেকে গেছে!

চাঁদনী পশর আকুল এখন মোহময়ী পলাশে!

বলেছিলে সমাধিতে কবিতা লিখতে,

কিন্তু আমি যে বন্দিনী সেকথা বোঝনি!

অল্প সময়ের ব্যবধানে সমাধি আজ বুকের ভেতর!

কবিতা আজ একরাশ হাহাকার!

আজ বড় শব্দ সংকট! থামাও বেসুরো নহবত!

0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ