শঙ্খচিল ।।

সীমান্ত উন্মাদ ২৭ অক্টোবর ২০১৩, রবিবার, ০৬:৩৯:২০অপরাহ্ন বিবিধ ২৩ মন্তব্য

রঙ বেরঙের পাখিরা সব তোমার আকাশ জুড়ে
আমি সাদা কালো হাঁস একলা ঘরের কোনে ।।
একলা ভাসি পুকুর জলে, একলা ভাসি বিলে
একলা জ্বালি মঙ্গল দীপ সূর্যি ডোবার কালে ।।

আমার আকাশ মেঘে ঢাকা তোমার আকাশ নীল
ইচ্ছে ছিল ঐ আকাশে হব শঙ্খ চিল ।।
ইচ্ছে ছিল মেঘের ভেলায় ভাসব দুই জনে
আমি সাদা কালো হাঁস একলা ঘরের কোনে।

শেওলা জমা পুকুর পাড়ে আছড়ে পড়ে রাত
কালো মেঘের ক্যানভাসে জোছনা লুকায় চাঁদ ।।
আজ সপ্নঘুরির গুন কেটে যায়, ইচ্ছে মরে মনে
আমি সাদা কালো হাঁস একলা ঘরের কোনে।।

 

..................................................জল রং এর জন্য গান।

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ