লেখাপড়া

জাহাঙ্গীর আলম অপূর্ব ১৫ অক্টোবর ২০২১, শুক্রবার, ০৬:৩৩:৫৬অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য
  1. লেখাপড়া শিখতে হবে
  2. বুঝতে হবে ভালো,
  3. জানতে হবে পুরো ধরা
  4. আনতে হবে আলো।
  5. লেখাপড়া মনে ময়লা
  6. সদা করে ধ্বংস,
  7. লেখাপড়া সুখের উল্লাস
  8. সমাজের ওই অংশ।
  9. জ্ঞানে দৃপ্ত শুদ্ধ ভাবে
  10. গেছে সমাজ জুড়ে,
  11. মনের সকল স্বপ্ন গুলো
  12. যাচ্ছে রে ভাই দূরে।
  13. পুরো জীবন স্বপ্ন নিয়ে
  14. চলতে দেয়'রে শিক্ষা,
  15. জ্ঞানের প্রতীক শিক্ষাগুরু
  16. দিলেন তিনি দীক্ষা।
  17. শিক্ষা ছাড়া জীবন পথে
  18. চলা যায় না কভু,
  19. শিক্ষা হলো মেরুদণ্ড
  20. বিজ্ঞ বলেন তবু।
  21. রচনাকালঃ
  22. ০৬/০৭/২০২১
  23. ৪+৪/৪+২
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ