লুল শিক্ষা : পার্ট -১

সিনথিয়া খোন্দকার ১০ এপ্রিল ২০১৪, বৃহস্পতিবার, ০২:১৬:৫৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি, বিবিধ, রম্য ১৭ মন্তব্য

আজকাল প্রগতিশীলতা, চেতনা এসবের ফ্যাশন চলছে। তাই লুল হতে হলে আগে অবশ্যই এরকম একটা ইমেজ তৈরি করে নিতে হবে। এজন্য কিছু সামাজিক সমস্যার দিকে নজর দিন।
যেমন- দেশে গরীব মানুষ আছে তাই জাতীয় সঙ্গীত গাওয়া কিংবা কনসার্ট আয়োজন করা ঠিক হবে না -
এটাইপের।
গড়ে বিশটা লাইক আর প্রতিদিন ডজন খানেক ইনবক্স পাওয়া শুরু করলে ধর্ম নিয়ে চুলকানী উদ্রেককারী একটি পোস্ট লিখুন। এই দফায় আপনার লাইক আর ইনবক্স ম্যাসেজের হার দ্বিগুন হবে।
এরপর নারীদের কেন পুরুষের মত অর্ধেক কাপড় পড়ে রাস্তায় বের হওয়া যাবে না- এই ইস্যুতে কিছু ভাঙ্গাচুরা লজিক দেখান, সেখানে চটির ফ্লেভার থাকলে আপনার আর পিছনে ফিরে তাকাতে হবে না।
এরপর শুরু করুন আজকে আপনার কলেজে/ ভার্সিটিতে/ অফিসে কে কে আপনাকে কি কি তেল মেরেছে তার ফিকশনধর্মী উপস্থাপনা।
ধীরে ধীরে আজকে কয়বার টয়লেটে গেছেন, কয়টা হিন্দি চুল পড়ে গেছে সেগুলার ফিরিস্তি।
প্রগতিশীলতা আর ইশ্মাটনেস জাহির করার উপায়- পাবলিক পোস্টে শারীরিক চাহিদার কথা প্রকাশ করেন
খোলামেলা, পাবলিক পিক আপলোডান আর ছবির ক্যাপশনে এমন কিছু লেখেন যার সারমর্ম হবে- "আমি একাধিক ব্যাডার লগে লটকালটকি করি এবং আরো করতে চাই"। ব্যাডা না পাইলে একলাই পোজ মারেন। মনে রাখবেন- হিট খাওয়ার জন্য খোমা দেখানোর যুগ এখন আর নাই। ক্যামেরা আরেকটূ দূরে নিতে হবে।

( চলবে)

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ