রূপান্তর

হালিম নজরুল ২৩ ফেব্রুয়ারি ২০২০, রবিবার, ০৭:৫৪:৪০অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

নদীটি বললো "পাশাপাশি হাঁটো,
এনে দেবো এক অনন্ত ঈশ্বর।
স্বর্গে পৌঁছে তুমি ভুলে যেও পাপ---
ও পূণ্যের হিসাব।"

অতপর ঘাসগুলো বৃক্ষ হলো,
আর মানুষগুলো ছায়াবিলাসী প্রাণী।

ভালবাসাগুলো রূপান্তরিত হলে--
স্বর্গগুলোয় নামে নরকের অনল।

***

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ