রূপকথা…..৫

ছাইরাছ হেলাল ১২ অক্টোবর ২০১৫, সোমবার, ০৬:৫০:১৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩৪ মন্তব্য

ছায়ারা হেঁটে ফেরে দিন ভর, জাগরণের শয়নে স্বপনে , রোদে বা ছায়ায়, ঝড় বৃষ্টি-বন্যায়,
ছায়া বড় হয় ছোট হয়, মিলিয়ে যায় তুমুল দ্বিপ্রহরে ও দিনান্তে, রয়ে যায় ছায়া হয়েই।
মৃদু চালে হাঁটে হাঁটতে থাকে হেঁটে যায়, পূর্বগামীর প্রলম্বিত পথ ধরে, নীরব-নিঁভাজ নিশ্চুপে,
ডানে সোনালিসবুজ গাছ, বায়ে নীল অপরাজিতার ঝাড়,
ছায়া ক্রমাগত বিযুক্ত হতে হতে রূপ নেয় কায়ায়।

জলের ঝোরা, নুড়ি ও পাষাণ ফাটিয়ে সুরভিত স্বপ্ন সন্ধানে ছায়া ছুটে চলে
বন-বীথিকার পথ ধরে তৃষিত নয়নে, দিগন্তপ্লাবী ধূলিধূসরিত পাষাণ পাথর দেয়াল আগলে দাঁড়ায়,
সময়ের বিষমাখা তীর হাতে বধবে বলে, ছায়ার দু’চোখ দূরের দু’রেখা হয়ে অজানায় মিলিয়ে গেল
একাকার হয়ে, চেতন-অবচেতনের বিষণ্ণ সান্নিধ্যে সইতে-না-পারা বলতে-না-পারা
আসন্ন প্রসবা দীর্ঘশ্বাস চেপে ছায়া  আঁকড়ে ধরে অনমনীয় দেয়াল।

ছায়া ট্রাফিকিং এর লব্‌জ আমাদের অজানা থেকেই গেল।

0 Shares

৩৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ