রূপকথা…..৪

ছাইরাছ হেলাল ৮ অক্টোবর ২০১৫, বৃহস্পতিবার, ০৫:২৮:৩৬অপরাহ্ন একান্ত অনুভূতি ৬৭ মন্তব্য

বাতাসে আজ সবুজের গন্ধ, আঁটকে রাখা নিঃশ্বাসেও, হে সবুজ উপত্যকা তাকাও, হাসো, এখুনি নামবে অঝোর শ্রাবণ।
বৃষ্টির সোনা পায়ে রুপোর মল, নাচবে যে সে পেখম মেলে; প্রদীপের সবুজ শিখা জ্বালিয়ে খুঁড়লেই পেয়ে যাই জলশুশ্রূষার অগাধ গোলায় সারিসারি ধান, এই যে হাওয়ার টুং টাং , বিকেলের বালিয়াড়ি পেরিয়ে বনবালাদের কানেকানে কি কথা বলে যায় বনঝুপির আড়াল নিয়ে!!

হে বুনোলতা, তোমাকেই খুঁজি তৃষ্ণার বুক চিরে, ভিড় শোকে নয়, বিশুদ্ধ অন্তর্লোকের অনন্ত নৈমিত্তিক আনন্দে, শৃঙ্খলের জাগরণে গোঁয়ার শিশু ভেবে জেগে রাখি নিজেকে চিরন্তন নিদ্রায় আর শোব না বলে, আকাশ যখন আকাশে চোখ মেলে, এক আকাশ নীলে গহীনের সমুদ্রই দেখে, অশিল্পীর স্বপ্নের দু’চোখে স্বদেশী এক নদী হাসে স্বর্ণচাঁপার মত,

0 Shares

৬৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ