রুচিবোধ

শামীম চৌধুরী ৩১ জুলাই ২০২০, শুক্রবার, ০৮:১২:১২অপরাহ্ন ছড়া ১৩ মন্তব্য

আগামীকাল কুরবানী
গরুর রশি টানাটানি
মাস্ক মুখে গরু কিনে
তাই দেখে পশু হাসে।

গরু আনে বাড়িতে
বেঁধে রাখে খুঁটিতে
স্বাস্থ্য বিধি মেনে চলে
বৈশ্বিক এই করোনাকালে।

হাতে নাই টাকা
বলে আসছে যারা
বাস করছে এরা
কোন দেশে তারা?

ফেসবুকে সেলফি দেয়
রাম ছাগলের সাথে
কেউ আবার চুুমু খায়
লাল গরুর গালে।

ফেবু যখন ছিল না
কুরবানী কি হতো না?
তারা তখন ছিল কোথায়?
কোন দেশে কোন গুহায়?
কেউ কি বলবে আমায়?

প্রশ্নগুলো গেলাম রেখে
সুধী জনের কাছে
এদের আমরা সবাই
ডাকবো কোন নামে?

টাইমলাইনে ছবির মেলা
এটাই হলো তাদের খেলা
কেউ দেয় ম্যাসেজ বক্সে
কেউ বা দেয় ইওর-স্টোরীতে।

ফেসবুকে প্রকাশ পাবে
রক্ত, মাংস, পশু জবাই
বড় কারা তাদের চেয়ে
একদিনের হবে কসাই।

এরা সবাই প্রতিবন্ধী
নেই তাদের প্রতিদন্ধী
আদায় করো ওয়াজিব
ধর্মকে রাখো সজীব।

শামীম চৌধুরী

৩১-০৭-২০২০

0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ