অসীম মানসলোকে একলা এ আমার বসে থাকা
নিগূঢ় এক স্বপ্নলোকে আমার আমি,
আমার সে এক দেহহীন তুমি
তাকে এক অবয়ব দিতে
মস্তিষ্ক নামক কারিগর বুনে চলে হাজার হাজার স্বপ্ন জাল
সে যেনো এক রূপকার রূপশিল্পী।
চাঁদের লাবনীতে যে বৈচিত্রময় রূপশিখা
তা থেকে চেয়ে নিয়েছি রুপার আলো,
নির্মল সব স্নিগ্ধতা
আরো স্পষ্ট করতে মসৃণ এক রূপ আনতে তাতে যদি,
ইট-বালি-পাথর-চুনের এক মিশ্রণ দিয়ে
রেঁদার টান মারি
সর্বকালের মানসমনের সে সর্বশিল্প আমার থর থর করে কেঁপে উঠবে
কারণ, চাঁদের কোমতলতায় সে বড় স্নিগ্ধ নির্মল।
কঠিন সব বাহ্যিক বস্তুতে সে রূপে কঠোর আর নির্মমতা আসবে।
নিজ বাহ্যিকমাপে এক নির্বাসিতার রূপসজ্জার আবশ্যকতা নেই,
তাই কোনো মাপে আর স্পষ্ট হয়না দেহহীন সে অবয়বে
শুধু বেঁধে রাখে আমায় এক স্বপ্ন আলিঙ্গনে
সে স্বপ্ন ডানা মেলে উড়ে যায়
দুর্গম সব বাঁধা পেরিয়ে তার নীলিমায়
পিছনে পড়ে থাকে উত্তরকালের আর্তনাদ।

,,,,,,রিতু,,,,,,,
২২/০৫/১৮.কুড়িগ্রাম।

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ