রাজনীতি

রাহুল উজ্জ্বল ২৭ অক্টোবর ২০১৩, রবিবার, ১২:৫৫:০২পূর্বাহ্ন এদেশ ১১ মন্তব্য

-মামা একটা চা দাও।
-সিগারেট লাগবে?
-না।

-দেশের কি অবস্থা?
-শব্দের উৎসব চলছে।

-সামনে তো হরতাল।
-হা!

-আচ্ছা হরতাল মুলত কি?
-গুজরাটি শব্দ।

-আরে হরতালে মুলত কি কাজ।
-হাতে সিগারেট মুখে "মাদকে না বলো" এইটার মত।

-দেশটা মুলত কার জনগনের তাই না?
-মনে হয় বইতে আছে।

-সব দল বলে জনগন আমাদের পাশে আছে। আসলে জনগন কারা?
-যারা রাস্তাই বের হতে জীবনের নিরাপত্তা খুজে তারা। আর বাকি সবাই চে গুয়েভারার মত বিপ্লবীরা।

-রাজনীতি মুলত কি?
-৫ বছরের এই পাড় আর ঐ এই পাড়।

-জনগন কি চাই।?
-কিছু না, যদি চাওয়ার আগে হারিয়ে পেলে।

-হুম!
-০

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ