রং

অয়োময় অবান্তর ২৮ জানুয়ারি ২০১৭, শনিবার, ১২:১২:৪৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ৬ মন্তব্য

ফাল্গুনের রঙের মত তোমার মনে যে রং মেখেছে; তার দোহাই তুমি কেঁদো না।

নাম না জানা এক অজানা ফুলের মিষ্টি, সৌরভিত পাপড়ির স্পর্শ তোমাকে দিলাম; তবু তুমি কেঁদো না।

বিশাল আকাশের সাদা মেঘের ভেতর উড়ে যাওয়া, ক্লান্ত বাতাশের মর্মর ধ্বনি তোমাকে শুনতে দিলাম; তুমি কেঁদো না।

আমার অস্থিত্বের যত রং আছে, তার সবটুকুই দিয়ে তোমাকে রাঙিয়ে দিলাম; প্লিজ তুমি কেঁদো না।

আজ তুমি হেসে উঠো।

তোমার হাসির এক ফালি খুশিতে আজ পৃথিবী নতুন করে সাজবে; খুঁজে পাবে নতুন কোন রং।

তুমি হেসে উঠো প্লিজ।

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ