যদি যাই চলে

নীলকন্ঠ জয় ২০ জানুয়ারি ২০১৪, সোমবার, ০৯:২৮:১৬অপরাহ্ন কবিতা ১৭ মন্তব্য

মন ভেঙে গেলে,
দীপ নিভে এলে,
ক্ষতি কি?
দেখে নিও তুমি,
রোজ রাতে আমি-
জ্বেলে যাবো আলো ঠিকই।

অভিমান হলে,
চোখে জল এলে,
ক্ষতি কি?
এনে দিবো হাসি,
তারা রাশিরাশি-
মাঝরাতে সেই আমি।

কথা না হলে,
দূরে সরে গেলে,
ক্ষতি কি?
দেখা হবে ঠিকই,
হবে আঁকিবুঁকি-
ডাগর চোখে তোমারই।

উড়োচিঠি না এলে,
পিছুটান না পেলে,
ক্ষতি কি?
স্মৃতিটুকু তুমি,
রেখে দিও চুমি-
যতনে বিরহ ভুলি।

জানুয়ারি ১৯,২০১৪ ইং ।

1005389_10200952937213906_1138576062_n

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ