যখন এবং তখন

মনির হোসেন মমি ২৯ জুন ২০১৫, সোমবার, ০৯:১৫:২৮পূর্বাহ্ন কবিতা, বিবিধ ৩৫ মন্তব্য

1434993831512যখন ছিল
তখন ছিলাম না
যখন ছিল না
তখন ছিলাম।

যখন চেয়েছি
তখন পাইনি
যখন পেয়েছি
তখন চাইনি।

যখন ভূল করেছি
তখন বুঝিনি
যখন বুঝেছি
তখন ভূল আর করিনি।

যখন প্রয়োজন ছিল
তখন আসেনি
যখন অপ্রয়োজন
তখন তাড়াতে পারিনি।

যখন আমি নিশ্চুপ
তখন চারদিকে সরগোল উঠে
যখন আমি বজ্র কণ্ঠি
তখন সব নিশ্চুপ দেখি।

যখন আমি জীবন্ত
তখন কেউ ভালবাসেনি
যখন আমি মৃত
তখন আমার ভক্ত আশেকান
হাজারো।

যখন অঘটন ঘটে
তখন কেউ কিছুই দেখেন না
যখন অঘটন ঘটে যায়
তখন ভাব দেখানো লোকের
অভাব হয় না।

যখন কাউকে কিছু দিবে
তখন উজাড় করেই দিবে
যখন উজাড় করে দিবে
তখন প্রতিদান নাহি
চাইবে।

যখন বিপদ দেখবে
তখন সাহস নিয়ে রুখবে
যখন রুখবে,
তখন মনোবল আরো বাড়বে।

যখন কাউকে মন দিবে
তখন ভাবনার গভীরে ভাববে
যখন ভেবে শুরু করবে
তখন বিপদে নাহি পড়বে।

যখন কেউ কিছু বলবে
তখন কেবলি শুনবে
যখন মন দিয়ে শুনবে
তখন তোমার জ্ঞান ,
বাড়বে।

যখন তুমি ছিলে শিশু
তখন ছিলে যীষু
যখন ছিলে যীষু
তখন পাপ ছিল না
কিছু।

যখন তোমার বয়স আঠারো
তখন তুমি যৌবনে পোয়াবারো
যখন জীবন যৌবনে
তখন যে কাজই করবে,
অতি সাবধানে।

যখন তোমার চোখে লজ্জা আসে
তখন চোখ দুটো ফিরিয়ে নাও
যখন চোখ দুটো ফিরিয়ে নিবে
তখন খারাপ কোন কিছুই নাহি
দেখবে।

যখন শুরু করবে
তখন শেষ করবে
যখন শেষ করবে
তখন জীবন স্বার্থক
হবে।

যখন কোন কাজ শুরু করবে
তখন স্রষ্টার নাম যপবে
যখন প্রতিদমে স্রষ্টাকে স্বরণ
করবে,
তখন দেখবে কঠিন কাজ কত
সহজে হবে।

যখন পাপ করবে
তখন ভেবো না কেউ নাহি
দেখবে,
যখন মনঃস্থির করবে
তখন হতেই স্রষ্টা জানবে।

ছবি:মমি

0 Shares

৩৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ