কেমন আছেন সবাই ?

নতুন প্রযেক্ট নিয়ে ব্যাস্ত থাকায় এই পোষ্ট টি দিতে একটু দেরী হল । আমার মতো যাদের ফটোগ্রাফি নেশা তাদের জন্যই এই পোষ্ট । মোবাইলে মাইক্রো ফটোগ্রাফি আপনাকে এনে দেবে ছবি তোলার ক্ষেত্রে নতুন এক অভিজ্ঞতা ।তাছাড়া নিজের হাতে তৈরী জিনিস ব্যাবহারের মজাই আলাদা । তবে চলুন শুরু করি । আপনাদের কাজের সুবিধার্থে প্রতিটি আইটেম এর সাথে বিস্তারিত লিংক দেয়া আছে ।

প্রয়োজনীয় মালামাল
১) ডোর ভিউয়ার ( যে কোন হার্ডওয়্যারের দোকানে পাবেন ৫০ থেকে ১০০ টাকার মধ্যে ) ।
২) মোবাইলের বাদ দেয়া ব্যাক কভার । (অবশ্যই আপনার মোবাইলের উপযোগী হতে হবে )
৩) DENDRITE অথবা এজাতীয় আঠা ( ইলেকট্রনিক্স এর দোকানে পাবেন )
৪) রেত ( কাটার জন্য , আপনি এখানে অভিজ্ঞ কারও সাহায্য পরামর্শ নিতে পারেন । আমি নিজেই করেছিলাম । এটা কাঠ মিস্ত্রী দের কাছে পাবেন )
৫) বুদ্ধি 😀 (এটার জন্য তো আমি আছিই , কাজ শুরু করুন । কোন কিছু না বুঝলে কমেন্টে আলোচনা করবো )

( পোষ্টের শেষে আপনাদের সুবিধার্থে একটা ভিডিও দেয়া আছে ওটা দেখে নিতে পারেন )

কাজের ধাপ
১) প্রথমে ডোর ভিউয়ার টি প্যাচ খুলে ফেলুন এবং রেত দিয়ে সামনের অংশ কেটে ফেলুন। কাটার পর ডোর ভিউয়ারের মধ্যে চারটি লেন্স পাবেন । এর মধ্যে থেকে একটা লেন্স ম্যাগনিফাইনিং গ্লাসের মত । আমরা ওটা নিয়ে কাজ করব ।

২) এখন আপনার মোবাইল অনুযায়ী ব্যাক কভার নিন । আমার কাছে পুরনো ব্যাক কভার ছিল নতুন কেনা লাগেনি । মনে রাখবেন আপনার লেন্স টা যত বড় হবে আপনি ফোকাসিং এরিয়া তত কম পাবেন । তবে সবচেয়ে ভাল হল ক্যামেরার সাইজের লেন্স ব্যাবহার করা । এখানে উল্লেখ্য আপনার মোবাইলের ক্যামেরা কমপক্ষে 8MP এবং অটো ফোকাসিং থাকতে হবে ।

৩) এবারে আপনার মোবাইলে ব্যাক কভার টি লাগিয়ে নিন । লেন্সটি ক্যামেরা বরাবর একদম মাঝখানে বসায়ে স্থির করুন । এবং লেন্স টি আঠা দিয়ে ব্যাক কভারের সাথে লাগিয়ে দিন ।

আঠা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন ।

এবারে নিজের তৈরী এই মাইক্রো লেন্স টি নিয়ে শুরু করেদিন মাইক্রো ফটোগ্রাফি ।

s (1) s (14)

 

প্রয়োজনে এই ভিডিও টিউটোরিয়াল টি দেখে নিন ।

ধন্যবাদ সবাইকে । :=  :=

মোবাইল ফটোগ্রাফি (পর্ব ০১)

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ