মেয়েটি

রিমি রুম্মান ২৩ ডিসেম্বর ২০১৩, সোমবার, ০৯:৫৭:৪০পূর্বাহ্ন বিবিধ ২৬ মন্তব্য

সাগরের ঢেউ যেমন ফুঁসে, গর্জে, আছ্‌ড়ে পড়ে বেলায়
তেমনি কান্নার ঢেউ কেঁপে কেঁপে উঠে মেয়েটির শরীরে
তপ্ত নোনা জল দু'চোখের কোন বেয়ে বাইরে গড়ায়।

চাকচিক্যময় এই শহরের ছোট্ট চিলেকোঠার বাইরে
আহত পাখির ন্যায় কার্নিশের কিনারে এসে দাঁড়ায়,
একদা সদা খিলখিলিয়ে হেসে উঠা উচ্ছল মেয়েটি
শাড়ি'র আঁচল উড়িয়ে নেওয়া বিলাসী হাওয়ায়।

ছেঁড়াছেঁড়া সেই পড়ন্ত বিকেলে আকাশ পানে তাকায়
সীমাহীন নীল আর দলাদলা মেঘের আনাচে-কানাচে,
তন্ন তন্ন করে সৃষ্টিকর্তাকে খুঁজে বেড়ায়
রাশি রাশি প্রশ্নের মাঝে একটি-ই সুধায়
কালো বলে কেন লোকে হেলায় ফেলায়
গরীবের ঘরে কালোমেয়ে যেন না জন্মায়।

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ