মেঘেদের আকাশ

ছাইরাছ হেলাল ১৪ এপ্রিল ২০২১, বুধবার, ০৫:৪৪:৪৯অপরাহ্ন একান্ত অনুভূতি ১২ মন্তব্য

 

আকাশ-মেঘে লেখা থাকে বৃষ্টির ঠিকানা,
কোথায় কোন দূরে, কাছে, কখন কোথায়
কতটুকু ঝরবে,অঝোর হলেও।
এই/এর প্রতিলিপি দেখা যায়, পড়া যায়,
মুখস্থ বা লিখে রাখা যায় না।

কিলবিল করা কীটেরা শুধুই স্বার্থ-ছিদ্র খুঁজে বেড়ায়
নিজের/নিজেদের অনুকূলে;
পঙ্খিরাজ ভেবে ডানা মেলে আকাশের গায়ে।
আকাশ! সে তো দুরস্ত, সাবধানতা গুড়ো করে
বিছানো শুধুই চারিদিক জুড়ে;,

ঝর্ণার মত উচ্ছলতায় অমর বুদবুদ,
জোনাকির ঝাঁক, ধ্রুবতারার মত জ্বলে থাকে,
অকস্মাৎ মেঘেরা নেমে আসে
আগুনে বারুদ হাতে, বজ্রের বেশে;

উঁকি দেয় চাঁদ, সুখ-স্নানে।

ছবি নেটের।

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ