মানবী মূর্তি

সুরাইয়া পারভীন ২৬ মে ২০২০, মঙ্গলবার, ০৯:২৫:৫০অপরাহ্ন একান্ত অনুভূতি ১০ মন্তব্য

 

একদিন স্থবির হয়ে যাবে স্বপ্ন,
অকেজো হয়ে যাবে অনুভুতি,
রক্ত মাটির নরম কোমল হৃদয়
একটু একটু করে জ্বলে পুড়ে-
হয়ে যাবে কংক্রিটের মতো শক্ত।

সেদিন আর কোনো বিষাদ-
ছুঁতে পারবে না আমার কংক্রিট হৃদয়।
আর কোনো কষ্টানুভূতি-

ভিজাতে পারবে না আমার  আঁঁখি পল্লব।
সমস্ত হতাশার ঊর্ব্ধে থাকবে আমার মন।
স্বপ্নহীন অনুভূতিহীন জীবন্ত চলমান-
এক মানবী মূর্তিতে পরিণত হবো আমি!

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ