মা মেয়ে কথপোকথন

সুরাইয়া পারভীন ২০ জুলাই ২০২০, সোমবার, ১২:৪৮:৪৫অপরাহ্ন একান্ত অনুভূতি ১৭ মন্তব্য

মায়ের সাথে কথা হচ্ছিল

উনি জিজ্ঞেস করলেন

-কেমন আছো

উত্তরে আমি বললাম

-ভালো আছি শুধু একটু...

-কতবার কতো করে বলছি  ভালো কবিরাজ দেখাও।

-মা আবার শুরু করলে! জানোই তো আমি ওসব বিশ্বাস করি না।

-আচ্ছা ঠিক আছে বিশ্বাস না করো। কিন্তু একবার কবিরাজ দেখাতে তো সমস্যা নেই।

- একই কথা বলে ঘ্যান ঘ্যান করো না তো।

-ভালো কথা বললে ঘ্যান ঘ্যান করা হয়! তাহলে এতো ব্যথা কেনো

-গত কয়েক রাত ঘুম হয়নি। তাই হয়তো...

-ঘুম হয় না কেনো? আর সবাই তো ঘুমায়

-কেনো ঘুম আসে না কী করে বলবো?

-ডাক্তারের কাছে গেলে কী হলো

-তেমন কিছু না, ঘুমের ওষুধ দিয়েছে কিন্তু সেটা খেয়েও ঘুম আসে না

- ঘুম আসবে কি করে! মোবাইল মোবাইল সব ঘুম খেয়ে নিয়েছে। সেদিন ওয়াজে বলছিল মোবাইল মানুষের এমন অবস্থা করবে যে দেশি বিদেশি ঘুমের ওষুধ খেয়েও ঘুম আসবে না

-মানে কী? এতোক্ষণ তো ভূত পেত নিয়ে বলছিলে। এখন আবার মোবাইল নিয়ে পড়লে! ছাড়ো তো! রাখছি ভালো থেকো

-এখন তো রাখবেই। আচ্ছা ঠিক আছে তুমিও ভালো থেকো

 

প্রতিদিন চলে এই একই কথা। হয় ভূত নয় ফোন

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ