মাতা-পিতা

জাহাঙ্গীর আলম অপূর্ব ৩০ ডিসেম্বর ২০২০, বুধবার, ০৬:০৭:১৫অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য

মাতাপিতা থাকিতে করিও যতন

তবে হারিয়ে গেলে বুঝিবে হারিয়েছে রতন।
এমন আপন পরশ পাবে নাকো তুমি
মাতাপিতা তোমার আমার আপন জন্ম ভুমি।
ছেলেবেলায় আমারে পিতামাতা করেছে পালন যেমন করে
মরণের পর তাদের সাথে ব্যবহার করিও তেমন করে।
শত কষ্ট করে আমারে করেছে তারা লালন
কষ্ট দিও না তাদের করো ফুলের মতো পালন।
জ্বালাতন করতাম যখন আমি রাতে
কষ্ট দিত না আদর করত দিয়ে মাথায় দুই হাতে।
সুখের স্থানে রেখে খোদা আমার পিতামাতারে
সন্তান হয়ে দুই হাত তুলে কামনা করি খোদার তরে।
রচনাকালঃ
২৬/১২/২০১৯
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ