1. মাতৃস্নেহের কি তুলনা আছে?
    সেই স্নেহকে মিথ্যা প্রমাণ করার জন্য      
    নিন্দুক ঘোরে মায়ের পাছে পাছে।
  2. ওরে নিন্দুক একটু এগিয়ে এসে শোন        
    যদি মাতৃস্নেহ মিথ্যা প্রমাণ করতে পারস
    স্বপ্নভরা পৃথিবী দেব আরো দেব রাজকুমারী বোন।
  3. এই পৃথিবীর সকল জিনিসে থাকিতে পারে ভেজাল
    ভেজাল দিয়ে পৃথিবী ভরা
    শুধু মাতৃস্নেহটা একমাত্র নির্মাল।
  4. অনেক সময় সন্তান মাকে করে প্রহার
    সন্তানেকে মা তো দেয় না অভিসম্পাত  
    মাতৃস্নেহের জন্য তবুও করে ভালো ব্যবহার।
  5. ঝগড়া করে সন্তান যখন দেখতে চাই না ছায়া
    রেগে সন্তান ভাত খায় না ক দিন
    মাতৃহৃদয় সব সহ্য করে তবুও যায় তার কায়া।
  6.                                       
    মাতৃস্নেহের জন্য মা সন্তানের সব অপরাধ করে ক্ষমা
    সন্তানের মুখ দেখলে মায়ের
    হৃদয়ে থাকে না কিছু আর জমা।
  7. ওরে ভাই সকল,
    এমন মানবীরে দিও না কেউ কষ্ট
    কষ্ট দিলে জীবন ভরা
    সব আহ্লাদ সব স্বপ্ন হবে নষ্ট।
  8. থাকিতে মমতাময়ী মা  করিও যতন
    যতন করিলে স্বর্গ পাবে
    তবে হেরিলে বুঝিবে হেরিয়েছ রতন।