মহাপ্রলয় পর্ব- ৩

জাহাঙ্গীর আলম অপূর্ব ৯ ডিসেম্বর ২০২০, বুধবার, ১১:৫০:৩৫পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য
যে দিন পৃথিবী প্রবলভাবে প্রকম্পিত হবে

সেই দিন পাহাড় পর্বত সম্পূর্ণভাবে চূর্ণ -বিচূর্ণ হয়ে পড়বে
পরিণত হবে বিক্ষিপ্ত ধূলিকণা
মানুষ বিভক্ত হয়ে পড়বে তিনটি দলে
ভাগ্যবান মানুষেরা থাকবে ডানপাশে
আর হতভাগ্যরা থাকবে বামপাশে
অগ্রবর্তীগণ তো অগ্রবর্তীতেই থাকবে
তারাই হবে আল্লাহর নৈকট্য প্রাপ্ত ব্যক্তি
তারা থাকবে শান্তির উদ্যানে
সেখানে থাকবে তারা স্বর্ণ খচিত সিংহাসনে
তাদের সেবায় নিয়োজিত থাকবে চির কিশোরীরা
তারা যা চাবে তাই পাবে
আরো থাকবে আয়তলোচন হুর
তাদের দেখতে হবে সুরক্ষিত মুক্তর মতো
সেখানে তাদের কর্মের স্বরুপ পুরস্কার পাবে
সেখানে শুধু শান্তি আর শান্তি
তাই সকলের ভালো কাজ করা উচিত।
রচনাকালঃ
০৭/১২/২০২০

 

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ