মন মায়াবী কন্যা

শামীনুল হক হীরা ১১ মার্চ ২০২১, বৃহস্পতিবার, ১০:০৩:৪৯অপরাহ্ন কবিতা ২১ মন্তব্য

বাংলাদেশের কোন এক অদূর প্রান্তে-
আছে ছোট্র একটি গ্রাম,
সেই গ্রামে মায়াবতী একটি মেয়ে থাকে-
মন মায়াবী কন্যা দিয়েছি তার নাম।
মায়বী কাজল কালো চোখের দৃষ্টি-
ঠিক যেন মায়াবী হরিনীর মত,
যেন বিধাতার নিজ হাতের সৃষ্টি-
মুগ্ধ হয়েছি দেখেছি তাকে যত।
চোখের চাহনি দেখলে মনে হয়-
যেন বৃষ্টির চাঁদরে ঘেরা,
মাঝে মাঝে ভাবি তার চোখ দুটি-
এ জগতে মনে হয় সৃষ্টির সেরা।
মুখটা দেখলে মনে হয় যেন দুনিয়ার-
সব মায়া ঐখানেতেই আছে,
চন্দ্র তারারা সব মায়ার টানে ছুটে-
পাগল হয়ে আসতে চায় তার কাছে।
এমন কখনো আমার লাগেনি আগে-
যেন তার মাঝেই বইছে রূপের বন্যা,
তার সান্যিধ্য পেতে মনে ইচ্ছা জাগে-
কারণ সে যে মন মায়াবী কন্যা।

0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ