মন্তব্য নিষ্প্রয়োজনঃ

কবীর হুমায়ুন ১৯ অক্টোবর ২০১৪, রবিবার, ১২:১৩:৫০পূর্বাহ্ন বিবিধ ২০ মন্তব্য

ভদ্রলোক কিছুক্ষন আগেই প্রথম পর্ব চা খাওয়ার সময়ই জানান দিলেন,
ভাই রে চা দিবেন দুধ চিনি ছাড়া । মিষ্টি যতো কম খাওয়া যায়,
সেই চেস্টাই চালাইতেছি ।

গল্প করতে করতে দুপুরে লাঞ্চের সময় হয়ে এলো।
আমি অনুরোধ জানালাম, ভাই এখানেই লাঞ্চটা না হয় সেরে যান,
আমাদের এই গরীব খানায় ।

উনি রাজী হলেন ।
অফিস ডাইনিং এ গিয়ে বুঝলাম, আজ অর্ধমাসিক 'ফিসট' এর দিন।
একটু বেশিই ভালোমন্দের দিন । যাক, মেহমান নিয়ে আসলাম ইজ্জতটা
চওড়া হইল আর একটু - গ্রাহক বলতে কথা ।

বলা বাহুল্য,খাওয়া দাওয়ার মেনু প্রায় সবটাই একটু 'রিচ'ই বলতে হবে
কিন্তু সুখের কথা এই যে, আমার মেহমান বেজায় খুশী। সেটা বুঝলাম তার তৃপ্তি
সহকারে খাওয়ার এক্সপ্রেসন দেখে ।

খাওয়া শেষে দই - মিষ্টি - কোল্ড ড্রিকংস পর্বও চলল মহা সমারোহে ।
মেহমানও খুশি আমিও খুশি !

খাওয়া শেষে রুমে এসে বসলাম ।

চেয়ারে বসার সঙ্গে সঙ্গে প্রথম কথাঃ
ব্রাদার, ভালোই খাইলাম-দাইলাম। যেমন রোস্ট পোলাও, তেমন গরু ভুনা ! সত্যি, আপনাদের বাবুর্চির রান্নার হাত চমৎকার ! আর কি বলবো,
ভাগ্যকুলের দই মিষ্টির তো তুলনা নাই !

যাক, এখন দুধ চিনি বাদে এক কাপ চা খাওয়ান ভাইজান ।
মিষ্টি যতো কম খাওয়া যায়... বোঝেনই তো ................

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ