মধ্যরাতের শাঁকচুন্নি

ছাইরাছ হেলাল ১০ অক্টোবর ২০২০, শনিবার, ০৬:১৩:০৯অপরাহ্ন একান্ত অনুভূতি ২৭ মন্তব্য

 

নিভে-যাওয়া-সূর্য-কালে
কী-আর করার/ভাবার থাকে,
সটান পরিপাটি মুগ্ধতার নিঃশব্দতায়;

ইচ্ছে ঘুড়িরা উড়ি উড়ি করে, উড়বে বলে
বিফলের টান-টান স্রোতে ভেসে গেছে
না-বলে না-কয়ে,
ডুবে যাওয়া –ভেসে যাওয়া
ডুবে/ভেসে যেতে যেতে স্নিগ্ধ স্পর্শের
রেশ এখন-অ, এই উপচে পড়া দু’কুলে।

যত্ন-বন্দি-বাক্স খুলে বিষাদ-আনন্দের
দুর্লভ খুনসুটিগুলো নেড়ে চেড়ে আলগোছে
ফেলে রাখি যত্ন-অবহেলায়, ভাবি সময় পেলে
সময় করে হিসেব নেব কড়ায়গণ্ডায়;

সে-বারে
রঙ্গিন পালের স্রোত মাঝিকে জিজ্ঞেস করেছিলাম,
ফিরতে পারবে তো? বলেছিল শক্ত করে,
কক্ষন ও না;
মনে মনে ভাবি, বেশ তো, তাই যেন হয়!
এমন কথার জয় জয়কার যেন হয়।

মাঝরাতে ঘুম ভেঙ্গে অবাক বিষ্ময়ে দেখি
আবছায়া মত, ছত্রিশ-পাটি দাঁত মেলে
হেসে বেড়াচ্ছে এক কুহকের শাঁকচুন্নি।

ছবি নেটের।

0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ