শরৎ শেষে হেমন্তের আগমনী বার্তা
ফি বছর আসে যায়;
অনাহুত সময়ে অনাকাঙ্ক্ষিত বর্বরদশা-
ঢাকা পড়ে ভোরের কুয়াশার আড়ালে।

ভুল মানুষেরই হয়
আমরা সবসময় ভুল মানুষকে ভালোবাসি।
ভালোবাসাটুকুতো মিথ্যে নয়!
আবেগ কখনো মিথ্যে হতে পারেনা;
সত্যেকে আবৃত করেছে নচ্ছার দ্বিচারিতা।

কে জানে,পথের শেষে কি আছে!
তবুও শিশিরকে ভালোবেসে প্রতিক্ষণে,
কুহক মায়াবর্তীকার আড়ালে-আবডালে
বাড়িয়ে দেই নিজেদের হাত।

সত্যমিথ্যের প্রভেদ ভুলে প্রেম বাতায়নে
ধরাধামে আবারও হেমন্ত এসেছে;
নবউদ্যমে জরাজীর্ণতাকে পাশ কাটিয়ে-
মধুকুঞ্জে ভ্রমরের সুরেলা গুঞ্জনে।

[ছবি- নেট থেকে]

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ