মতামত ব্যাংক

শুন্য শুন্যালয় ৪ মার্চ ২০১৯, সোমবার, ০৪:১৬:২৯অপরাহ্ন সোনেলা বার্তা ৩৩ মন্তব্য

হ্যাঁ তা যা বলছিলাম; কী যেন বলছিলাম!
ও হ্যাঁ পোস্টের উত্তরে পোস্ট। আসলে মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের একটু লেখাপড়া করানো। মনে রাখবেন লেখাপড়া করে যে, উবার, পাঠাও চড়ে সে।
ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলাম পোস্টের উত্তরে পোস্ট দেয়া যায় কিনা। যদি যায় সেটা কিভাবে করা যায়।

আপাতত আমার মাথায় যা এসেছে, তা হচ্ছে একজন একটা পোস্ট দেবার পর উনি পোস্টে হিডেন অথবা ডিরেক্ট প্রশ্ন রাখতে পারেন, যার উত্তর পরবর্তি ব্লগারকে পোস্টের মাধ্যমে দিতে হবে। পোস্ট গল্প, কবিতা, গান, বা সাহিত্যের যেকোন বিভাগ থেকে হতে পারে, চাইলে কেউ রাজনীতিতেও দিতে পারেন 🙂
এরকম পোস্ট মনে হতে পারে কঠিন, তবে শুরু করাতো যেতে পারে। না জমলে, বা কারো ভালো না লাগলে আমরা পালটে ফেলবো।
আসলে আমি চাচ্ছিলাম আমরা মাসে একটা করে ভিন্ন ভিন্ন আঙ্গিকে ব্লগটাকে মাতিয়ে রাখতে পারি।

ফেসবুকে হট সিটের আয়োজন দেখেছিলাম। ওটা ব্লগ ছেড়ে কেন ফেসবুকে করা হয়েছিল, কর্তৃপক্ষ জবাব দিন। ওটা চালু রাখা যেতে পারে, সাথে মাসে একটি করে ব্লগ আড্ডা পুনরায় শুরু করা যেতে পারে।

নীরা সাদিয়া সুন্দর একটি সাজেশন দিয়েছেন। উনি বলেছেন -- একেক এলাকার মানুষ তার এলাকা নিয়ে পোস্ট দিতে পারেন। যেমন, হাসিপুর এলাকায় অমুকটা আছে, তাই নাকি? আমাদেরো তমুকটা আছে।
এই টাইপ হতে পারে। এতে করে বাংলাদেশের একেকটা বিভাগ/জেলা সম্পর্কেও লিখা হবে, মজাও হবে, জানাও যাবে অনেক কিছু!

আমরা কোন মাসে এধরনের জেলা ভিত্তিক মজার পোস্ট দিতে পারি, আবার কোন মাসে তার জেলার সেরা খাবারের রেসিপি নিয়ে পোস্ট দিতে পারি।

কে কতটা ভালো কাজ করেছেন, যেমন পরিবেশ বাঁচাতে, পশুপাখি, পথশিশু কিংবা মানুষের জন্য, তাও পোস্ট আকারে দিতে পারি আমরা।

সবচেয়ে গুরুত্বপূর্ন ব্যাপার হচ্ছে, এক একসময় ভিন্ন ভিন্ন ব্লগারকে এসব দায়িত্ব নিতে হবে। আপনারা সবাই মতামত দিন কে কিভাবে আগে শুরু করতে চান এবং কিভাবে।

 

আজকের টিপসঃ "মোবাইল এর চার্জ দেয়া শেষ হলে চার্জারটি কানেকশন থেকে খুলে রাখুন, টিভি দেখা শেষ হলে শুধু পাওয়ার বাটন নয়, আনপ্লাগ রাখুন, বিদ্যুতের সাশ্রয় করুন"

0 Shares

৩৩টি মন্তব্য

  • জিসান শা ইকরাম

    দারুন আইডিয়া,
    জবাব পোস্ট কে দেবে, এটি নির্ধারন করা যায় কিভাবে? অবশ্য একাধিক ব্লগার তাদের দৃষ্টিকোন থেকে পোস্ট দিতে পারেন।
    হট সীট কেন ফেইসবুকে আমিও জবাব চাই 😊
    লেখা পড়ানোর আইডিয়া পছন্দ হইছে।
    বিভিন্ন বিষয় ভিত্তিক পোস্টের ধারনাও পছন্দ হইছে।
    আমার উত্তর পোস্ট রেডি, কেউ রাগ করলে রাগের মলম সরবরাহ করার দায়িত্ব শুন্য শুন্যালয়ের 😀

  • ছাইরাছ হেলাল

    দেখুন, সরাসরি বলছি, ফেসবুক আড্ডার বিপক্ষে আমার অবস্থান!
    অবশ্যই এটি আমার নিজের মতামত, সবাই চাইলে অরো অনেক কিছুই হতে পারে।
    তবে আড্ডা ব্লগে সফল ভাবে আমরাও দিয়েছি, এটি ট্রাই করা যেতেই পারে।

    নীরা সাদিয়ার আইডিয়াটি আমার পছন্দ হয়েছে, সবার মতামত নিতে পারি।

    ঠিক বলেছেন, প্লাগ-ফ্লাগ খুলে রাখতে হবে, তবে ঘুমের ঘোরে ফোন চলবে কি চার্জ ছাড়াই!!
    যাদের ফোন নেই আনন্দ তাদের-ই।

    ভাল কথা, পোষ্টের উত্তর কিন্তু আমারটি আপনাকে লিখে দিতে হবে, অবশ্যই গুপনে।

    • শুন্য শুন্যালয়

      আচ্ছা জিসান ভাইও বলেছে তার পোস্ট লিখে দিতে, আপনিও। দেখি আর কে কে যোগাযোগ করে। আপনারা মিলে একটা দর (ডলারে) ঠিক করে ফেলুন প্রতি লেখার জন্য।
      নীরার আইডিয়া আমারো পছন্দ হয়েছে। একটা নিয়ে শুরু করলেই হয়।
      আমি বলি কি, ঘুমই বাদ দিয়ে দেন, কী দরকার ঘুমিয়ে?
      ব্লগের একটিভিটির জন্য ফেসবুকের প্রয়োজন আছে, তবে সব আড্ডা ওখানেই আমিও চাচ্ছিনা।
      ওয়েটান, দেখা যাক কোথাকার চোখের পানি কোথায় যায়।

  • মনির হোসেন মমি

    টিভি দেখা শেষ হলে শুধু পাওয়ার বাটন নয়, আনপ্লাগ রাখুন, বিদ্যুতের সাশ্রয় করুন”
    সব ঠিক আছে তবে বিদৎুত সাশ্রয় হবে কি আদৌ?আমরা না হয় প্লাগ খুলে রেখে বিদৎুত সাশ্রয় করলাম কিঞ্চিত!কিন্তু চোর রাগব বোয়ালদের না আটকালে কি এ সতর্কতার সফতা আসবে?
    ধন্যবাদ দুঃখিত মনে হয় অপ্রাসঙ্গিক কিছু কথা বলে ফেললাম।

  • মাহমুদ আল মেহেদী

    আমি আসলে এখনো বুঝতে পারছি না । তবে শুরু হোক বুঝে নিবো আশারাখি। শুরু তো হোক।বিদৎ এর সাথে সাথে গ্যাসের চুলাও রান্না শেষে বন্ধ করে রাখুন । যেটা করতে গিয়ে মাঝে মাঝে বকা খেতে হয় আমারে, বৌ অথবা মায়ের কাছে থেকে।

    • তৌহিদ

      ব্লগে আড্ডা হতেই পারে, তবে এ বিষয়টি শুরু করতে হলে আরো কিছু সাজেশন থাকা উচিত বলে মনে করছি।

      হটসিট বন্ধ হয়েছিল কেন আমিও জানতে চাই। ☺
      তবে এলাকাভিত্তিক বিষয় নিয়ে লেখার আইডিয়াটি বেশ কিন্তু। আচ্ছা আমরা সবাই কি নিজেদের জেলার মুক্তিযোদ্ধা বা ভাষাশহীদের নাম জানি? কেউ জানালে তাহলে আমরাও জানতে পারতাম।মনে হয় অপ্রাসঙ্গিক হয়ে গেলো। দুঃখিত।

      আর হ্যা শুন্যালয় আপু মলম সাপ্লাই কে দেবে ফাইনাল করেন কিন্তু।😃😃

      মোবাইল চার্জ দিয়েও ঘুমানো উচিত নয়। সামান্য কিছু সতর্কতাই পারে বিদ্যুতের অপব্যয় রুখে দিতে।

      • শুন্য শুন্যালয়

        অপ্রাসঙ্গিক নয় মোটেই, আমি এমনটাই চাই সবাই মতামত দিক। আফসোসের কথা হচ্ছে আমি নিজেও জানিনা আমার জেলার মুক্তিযোদ্ধা বা ভাষা শহীদের নাম। এ নিয়ে একটা পোস্ট অবশ্যই হওয়া উচিৎ। দেখি কিভাবে শুরু করা যায়।

  • বন্যা লিপি

    শুরুটা তো হোক আগে। তবে এটাও ভাবনার বিষয়, ইকরাম জিশানের সাথে আমিও একমত। পোস্টের জবাব পোস্ট দিয়ে দিতে গেলে, একাধারে একই পোস্টের জবাব পোস্ট তো অনেকেই দিতে পারেন, সেক্ষেত্রে নির্ধারিত নাম উল্লেখ করে দিলে লেখা পড়া’র সুযোগটা প্রেশারটা ভালোভাবেই নেয়া যাবে। এবং সেই সাথে জবাব পোস্ট যেন নির্ধারিত সময়ের মধ্যেই পোস্ট করা হয় সেটাও নিশ্চিত করা যেতে পারে। এতে করে একটা নির্ধারিত সময়ের গন্ডিতেই চলবে ব্লগের কার্যক্রম, জমজমাট হয়ে। প্রস্তাবনায় ভুলও থাকতে পারে, ক্ষমা প্রার্থনীয়।সকলের প্রতি শুভ কামনা

    • শুন্য শুন্যালয়

      পোস্টের জবাব পোস্ট যদি নির্বাচন করি তাহলে কিভাবে সেটা দেয়া যায় ঠিক করবো। টাইম লিমিট অবশ্যই থাকবে প্রতিটা আইডিয়ারই।
      আমার মাথায় যেটা কাজ করছে একজন প্রশ্ন নিয়ে পোস্ট দেবে, বাঁকি সবাই নির্দিষ্ট টাইম ফ্রেমে উত্তর দেবে। যেমন তিনদিনের মধ্যে রিপ্লাই পোস্ট আসতে পারে বা এমন কিছু। আপনিও ভাবুন একটু প্লিজ কেমন করে দেয়া যায়।

  • মেহেরী তাজ

    বুদ্ধি সুন্দর । মানে ব্লগে ফিরলে ভালোভাবে ফিরো না হলে সব কিছু বাউন্সার বল এর মত মাথার উপর দিয়ে যাবে। তাই তো?
    নীরার আইডিয়া টাও বেশ সুন্দর।
    আশাকরি খুব দ্রুতই বিভিন্ন প্রতিযোগিতা মূলক লেখা ও আড্ডা পোষ্ট আসছে। ব্লগটা আগেত মত হয়ে উঠবে।

  • তৌহিদ

    ব্লগে আড্ডা হতেই পারে, তবে এ বিষয়টি শুরু করতে হলে আরো কিছু সাজেশন থাকা উচিত বলে মনে করছি।

    হটসিট বন্ধ হয়েছিল কেন আমিও জানতে চাই। ☺
    তবে এলাকাভিত্তিক বিষয় নিয়ে লেখার আইডিয়াটি বেশ কিন্তু। আচ্ছা আমরা সবাই কি নিজেদের জেলার মুক্তিযোদ্ধা বা ভাষাশহীদের নাম জানি? কেউ জানালে তাহলে আমরাও জানতে পারতাম।মনে হয় অপ্রাসঙ্গিক হয়ে গেলো। দুঃখিত।

    আর হ্যা শুন্যালয় আপু মলম সাপ্লাই কে দেবে ফাইনাল করেন কিন্তু।😃😃

    মোবাইল চার্জ দিয়েও ঘুমানো উচিত নয়। সামান্য কিছু সতর্কতাই পারে বিদ্যুতের অপব্যয় রুখে দিতে।

    কমেন্ট ভুল করে মেহেদী ভাইয়ের বক্সে পোস্ট হয়েছিলো। তাই আবার এখানে দিলাম। আসলে নতুন ফরমেটে অভ্যস্ত হতে আরো ক’দিন লাগবে।

  • সাবিনা ইয়াসমিন

    শুরু হোক। যারা এধরনের পোষ্টে আগে অংশ গ্রহন করেছেন তারা প্রথমে শুরু করুন। দেখতে হবে, পারবো মনে হলে নিজেও চেষ্টা করবো।

    হট সিট সম্পর্কে যতটুকু জানি, এটা ব্লগ ও গ্রুপ দুই স্থানেই হওয়ার কথা ছিলো। যারা এতে অংশ নিয়েছিলেন তারা শুধু গ্রুপেই উপস্থিত হয়েছেন। প্রশ্নউত্তরের সময়কালও ঠিকমত পালন করেননি। প্রশ্নদাতা ও উত্তরদাতার মাঝে যথেষ্ঠ আন্তরিকতার অভাব ছিলো। তবে অনেকেই ভালো করতেন। উদ্যেগটি বিনা কারনে কেন বন্ধ করা হয়েছে এর উত্তর কতৃপক্ষ দিতে পারবেন।

  • সাবিনা ইয়াসমিন

    শুরু হোক। যারা এধরনের পোষ্টে আগে অংশ গ্রহন করেছেন তারা প্রথমে শুরু করুন। দেখতে হবে, পারবো মনে হলে নিজেও চেষ্টা করবো।

    হট সিট সম্পর্কে যতটুকু জানি, এটা ব্লগ ও গ্রুপ দুই স্থানেই হওয়ার কথা ছিলো। যারা এতে অংশ নিয়েছিলেন তারা শুধু গ্রুপেই উপস্থিত হয়েছেন। প্রশ্নউত্তরের সময়কালও ঠিকমত পালন করেননি। প্রশ্নদাতা ও উত্তরদাতার মাঝে যথেষ্ঠ আন্তরিকতার অভাব ছিলো। তবে চালু রাখলে অনেকেই ভালো করতেন। উদ্যেগটি বিনা কারনে কেন বন্ধ করা হয়েছে এর উত্তর কতৃপক্ষ দিতে পারবেন।

  • প্রহেলিকা

    আইডিয়া যেমনি হোক না কেন, ভিন্ন ভিন্ন বিষয়বস্তু সামনে এনে ব্লগকে মাতিয়ে রাখার মত স্বতঃস্ফূর্ত আন্তরিকার বড্ড অভাব রয়েছে। আপনার আন্তরিকতা সম্পর্কে সবারই বেশ ধারনা রয়েছে। যা আর বলার অপেক্ষা রাখে না।

    আমার মতামত হলো, কোনো একটি পোস্টে হিডেন অথবা প্রকাশ্যে কোন প্রশ্ন ক্রিয়েট করে রেখে যাওয়া এবং অন্য কোনো ব্লগার তার পোস্টের মাধ্যমে সেটি জবাব দেয়া কিছুটা কঠিনই বটে। কেউ যখন পোস্ট লিখবে তখন লেখার স্বতঃস্ফূর্ততার বদলে কেবল মাথায় থাকবে কিভাবে প্রশ্ন রাখা যায়। একটা আরোপিত ভাব চলে আসতে পারে। নিজের কাছেই একটু কঠিন মনে হলো তাই বললাম।

    আর অভিব্যক্তি হলো, উদ্যোগ যেহেতু আপনি নিয়েছেন সেহেতু আপনি কিছু বিষয় বস্তু ঠিক করে দিতে পারেন। বিষয়বস্তু বলতে কিছু শব্দ, ব্লগাররা সেই শব্দ ধরে ধরে একেকজন একটি করে পোস্ট তৈরি করবে নিজস্ব পছন্দে। যেমন ধরুন আপনি “সমুদ্র” শব্দটি উল্লেখ করলেই হেলাল ভাই দেখবেন একগাদা পোস্ট এনে হাজির করবে, আবার যদি রাজনীতি শব্দটা উল্লেখ করেন জিসান ভাই সবার আগেই বসে যাবে লিখতে। আপনার দেয়া শব্দ বা বিষয়বস্তু থেকে ব্লগাররা নিজেরাই মন্তব্যে জানিয়ে দিতে পারবে কে কোন বিষয়ে সাচ্ছন্দ্য বোধ করবে। পরবর্তীতে তা নিয়েই তারা পোস্ট রেডি করবে। এটা একান্তই আমার মতামত। অবশ্যই আরো ভাল আইডিয়া পাওয়া যাবে। তবে মাসে একজন সিলেক্ট করে আড্ডার ব্যপারটা বেশ ভালো লেগেছে। ফেসবুকে না হয়ে তা ব্লগেই হোক।

    এগিয়ে যান, পেছনে সবাই আছি।

    • শুন্য শুন্যালয়

      মাসিক ব্লগ আড্ডা, হটসিট এ দুটা কন্টিনিউ করবো। বিষয়বস্তুর আইডিয়া শুরুতে আমার মাথায় এসেছে কিন্তু পরে বাদ দিয়েছি। কারন বলি, একটা বিষয় নিয়ে লিখলে পোস্ট এখনকার মতোই হবে, যে যার মতো সেই বিষয়টা নিয়ে লিখে শেষ করবে। যেহেতু প্রতিযোগিতার কোন ব্যাপার নেই, কাজেই এটা কেমন হবে ঠিক জানিনা। তবে এরকম করেও করে দেখতে পারি। ইন ফ্যাক্ট পরীক্ষামূলক ভাবে সব আইডিয়া নিয়েই কাজ করা যায়।
      পোস্টের উত্তরে পোস্ট আপনি যতোটা কঠিন ভাবছেন তা হবেনা আমার মনে হয়। একটা উদাহরণ দেই, ছাইরাছ ভাইয়ের পোস্টে আছে সমুদ্র সমুদ্র ডাকি, প্রশ্ন হতে পারে সমুদ্র কোথায় চলে গিয়েছে? একটা একস্ট্রা লাইন অথবা চিহ্ন লেখককে ঝামেলায় ফেলবেনা। রিতু ভাবীর উত্তর বুকের মাঝে সমুদ্র নিয়েই একটা পোস্ট হয়ে যেতে পারে। কিংবা সমুদ্রের ছবি দিয়ে পোস্ট দিয়ে দেখিয়ে দেয়া সমুদ্র কোথায়। একের পোস্টে অন্যকে ইনভলভ করার চেষ্টা।
      আমি আসলে নিজের আইডিয়ার পক্ষে যুক্তি দিচ্ছি, হতে পারে কেউ পছন্দ করলোনা। তখন বাদ দিয়ে দেব।
      আপাতত আড্ডা আর হটসিট শুরু করি আগে। নামটা হট সিট ক্যান? :-s

      • প্রহেলিকা

        আপনি শুধু শুরু করেই দেখুন, সব আইডিয়াই পছন্দ হবে। একজনের পোস্টে আরেকজনের ইনভলভ হওয়াটা বেশ ইন্টারেস্টিং হবে, তবে আর দেরি কেন, ভালো দিন-বারের অপেক্ষা না করে অতি শীঘ্রই শুরু করার জন্য আগাম ধন্যবাদ!

        হট সিট = গরম সিট
        গরম সিট = আগুনের আসন
        আগুনের আসন = কালা ভুনা

        যাকেই বসানো হবে প্রশ্নে প্রশ্নে কালা ভুনা করে ছাড়া হবে!

    • ছাইরাছ হেলাল

      খুব-ই সহী বলেছেন, সমুদ্র শুধু আমার এমন ভাবতে তো চাই, পারছি কৈ!!
      গাদা-গাদা পোষ্ট ধরে এমন ফলদায়ি/ফলবান ‘বিরিক্ষ’ শুনতে/ভাবতে ভালই লাগে,
      তবে কেই দেখায় কেউ দেখায় না, কেউ বলে কেই চেপে যায়, এই আর-কী!!
      পেছনে থাকার বুদ্ধিটি অতি চমৎকার। শুধু আমাদের সঙ্গে নিলেই হবে।

  • মোঃ মজিবর রহমান

    মোবাইল এর চার্জ দেয়া শেষ হলে চার্জারটি কানেকশন থেকে খুলে রাখুন, টিভি দেখা শেষ হলে শুধু পাওয়ার বাটন নয়, আনপ্লাগ রাখুন, বিদ্যুতের সাশ্রয় করুন”

    ১. মোবাইল চার্জ হোলে খুলে রাখলে, চারজার নস্ট হওয়া থেকে রক্ষা পাওয়া যায়। কোন অঘটন থেকেও বাচা যায়।
    ২. টিভি বন্ধ করে আনপ্লাগ করলে, ঠ্যাটা থেকে রক্ষা হয়। বিদ্যুৎ সংযোগ বন্ধ হোলে অবশ্যই এলেক্ট্রি সাশ্রয় হবে।

  • মোঃ মজিবর রহমান

    নিরা আপু সাজেশন পছন্দ হইছে। তাঁকে ধন্যবাদ। আর এতে করে অনেকে তাঁর নিজের এলাকা বা নতুন কিছু শিখা বা জানার আগ্রহ থেকেই আবার নতুন কিছুর আবির্ভাব হবে নিশ্চিত।

  • অলিভার

    ভালা বুদ্ধি! ভালা বুদ্ধি!! (আমি না, মিনা বলেছে 😝)

    কিন্তু ব্যাপার হচ্ছে এত জটিল ক্রিয়েটিভিটি তো নেই। একটা লেখার ভেতর যে একটা প্রশ্ন রেখে লেখাটা লিখে রাখা যায় এই ভাবনাটাই তো কখনো তৈরি হয়নি। আর এমন কিছু যে একটা হুট করেই একটা লেখায় নিয়ে আসতে পারবো, বা কিভাবে করবো সেটাও তো বুঝে উঠতে পারছি না! ☹☹

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ