ভালো থেকো তোমরা সবাই

দীপংকর চন্দ ১৪ মে ২০১৬, শনিবার, ০১:৪৩:৪০পূর্বাহ্ন বিবিধ ৩৬ মন্তব্য

ভালো থাকো

 

প্রবেশক: আকাশের ঠিকানায় চিঠি লিখো

“পড়বে না চোখ জেনেই তোমার
লিখছি তবু চিঠি
ঐ দেখো দূর আকাশ জুড়ে
তারার মিটিমিটি
তোমার হাতে আকাশ দিলাম
আমরা নিলাম নদী
সঙে নিলাম শীতার্ত রাত
জানতে তুমি যদি;
এই ঘুমালো তোমার মেয়ে
জাগছি আমি পাশে
করবো কী আর তোমরা আমার
নিঃশ্বাসে-প্রশ্বাসে
তোমার মেয়ের বায়না হাজার
হাজার খবরদারি;
অফিস, বাসা গুছিয়ে একা
ওর সাথে কী পারি!
এই দেখোনা, আজ এনেছি
পাঁচটি টিপের পাতা,
তিন বছরের বাচ্চা মেয়ে
তাই নিয়ে কী কথা!
তুমিই বলো লাল মেরুণে
তফাৎ আমি জানি!
তোমার মেয়ে তোমার মতো
বড্ড অভিমানী!
গাল ফোলালো ভাত খাবে না
আসবে না আর কাছে;
এমন ভীষণ রাগ ভাঙাবার
সাধ্যি আমার আছে!
কান ধরেছি কালকে মেরুণ
টিপ দিবো ওর হাতে
তবেই মেয়ে ভাত খেয়েছে
এই ঘুমালো রাতে;
আমার কথা না-ই বা লিখি
হয়তো আছি ভালো!
নেই তুমি তাই চোখের কোলে
একটু মেঘের কালো,
মেঘের কালো! ভুল বলেছি
সমুদ্র দুই চোখে
তোমার কথা বরং বলো
খুব কি আছো সুখে?
মুখটি তোমার কেবল ভাবি
কী শান্তিতে শোয়া!
বন্ধ দুচোখ বরইপাতা
গরমজলে ধোয়া-
ইচ্ছে করে যাই উড়ে দূর
চর্তুদিকে খাঁচা;
নেই যে উপায়, কেবল মেয়ের
মুখ জড়িয়ে বাঁচা-
এই দেখো তো! কাঁদছো নাকি!
ভাবছো আমায় নিয়ে!
আচ্ছা পাগল! আসছি আমি
মেয়ের বিয়ে দিয়ে
তোমায় ছাড়া আমিই কী আর
ভাবতে কিছু পারি!
দেখবে আবার করবো সৃজন
শূন্যতে সংসারী;
বন্ধ করি আজকে লেখা?
লুকিয়ে রাখি চিঠি?
ঐ দেখো নেই দূর আকাশে
তারার মিটিমিটি!
মধুর আজান আসছে ভেসে
ফুটছে দিনের আলো
কাছের মানুষ তোমরা আমার
তোমরা থেকো ভালো!”

ছবিঃ সংগৃহীত

 

 

0 Shares

৩৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ