ভাবনা

রিমি রুম্মান ৩ মার্চ ২০১৪, সোমবার, ১১:১৩:২২পূর্বাহ্ন বিবিধ ২০ মন্তব্য

নিউইয়র্কের হাডসন নদীর তীরে
এলোমেলো ছেঁড়া ছেঁড়া ভাবনার মাঝে বসে
আঁকিবুঁকি করি, লিখি সাদা কাগজে
মুক্তোর মত আমার শব্দ'রা ছড়িয়ে ছিটিয়ে
শব্দগুলোকে এক করি, শুধুই তোমার জন্যে
কখনো এক করি ছন্দে ছন্দে কবিতার আদলে
কখনোবা জীবনের গভীরতম এক ভালবাসার গল্পের আকারে
শব্দের খাঁজে খাঁজে গড়ি কথামালা
পাশেই ঠায় দাঁড়িয়ে থাকা বাধ্য কৃষ্ণচূড়া,
প্রবল বাতাসে নুয়ে আসে, ছুঁতে চায় জমিন
আকাশ থেকে ঝরে পরে তুষার
গল্প কিংবা কবিতারা দ্রুতই ধাবিত হয় শেষের দিকে
সমাপ্তিটা অনেকটা এভাবেই হয়_____

"অবশেষে জানলাম, দূরে থেকেও কাছে থাকা যায়, অনেক কাছে
গভীর এক অনুভবে ভালবাসা যায়, অ-নে-ক ভালোবাসা
ভালোবাসার এক অসাধারন ক্ষমতা আসে,
আসে সে কোথা থেকে, কেউ নাহি জানে ।"

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ